সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে আগামী ৬ ও ৯ মার্চ রাজ্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মিডিয়া সূত্রে এই খবর জানা রাজ্যবাসীর। ওই দুদিনের মধ্যে বারাসাত ও শিলিগুড়িতে সভার করার কথা রয়েছে তাঁর। সোমবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত তথ্যে জানা গেল, আগামী ১০ দিনে দেশের ১২ রাজ্যে সভা করবেন প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রার্থী ঘোষণা থেকে ভোটপ্রচার, সবেতেই এগিয়ে থাকছে গেরুয়া শিবির।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ দিনে একডজন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২৯টি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সোমবার, ৪ মার্চ থেকে শুরু হবে একের পর এক কর্মসূচি। এর জন্য পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অসম, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, দিল্লিতে, তেলঙ্গানা, তামিলনাড়ু ও জম্মু ও কাশ্মীরে যাচ্ছেন মোদি। কবে, কখন, কোথায় যাবেন প্রধানমন্ত্রী?
৪ মার্চ যাত্রা শুরু হয়েছে দেশের দক্ষিণ অংশ থেকে। শুরুতেই তেলঙ্গানা ও তামিলনাড়ু সফর করছেন মোদি। তেলেঙ্গানায় বেশ কিছু উন্নয়ন প্রকল্পের সূচনার পর আদিলাবাদে রয়েছে জনসভা। তামিলনাড়ুতে কলপক্কমে ভারতীয় নাভিকীয় বিদ্যুৎ নিগম লিমিটেডের দপ্তরে যাবেন। তার পর চেন্নাইতে জনসভা করবেন। ৫ মার্চ ফের তেলেঙ্গানায় ফিরবেন। সঙ্গারেড্ডীতে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধনের পর জনসভা করবেন। সেদিনই ওড়িশায় উদ্দেশে যাত্রার কথা। একাধিক সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন চণ্ডীখোলে। সেখানেই জনসভা।
৬ মার্চ কলকাতায় আসবেন মোদি। উদ্বোধন করবেন ১৫,৪০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প। এদিনই গঙ্গার নিচ দিয়ে চলা হাওড়াগামী মেট্রোর উদ্বোধন করবেন। জনসভা করবেন বারাসতে। একই দিনে পৌঁছে যাবেন বিহারে। সেখানে ১২, ৮০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে তাঁর। ৭ মার্চ রাজ্য সফরের চতুর্থ দিনে জম্মু ও কাশ্মীরে যাবেন মোদি। শ্রীনগরে সভা করবেন। ২০১৯ সালের অগস্টে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম ভূস্বর্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এদিনই রাজধানী দিল্লিতে ফিরবেন।
৮ মার্চ দিল্লিতে প্রথম ন্যাশানল ক্রিয়েটরস্ অ্যাওয়ার্ডে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শুক্রবার দিল্লি থেকে তিনি চলে যাবেন অসমে। একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। ৯ মার্চ যাবেন অরুণাচল প্রদেশে। পশ্চিম কামেঙে টানেল উদ্বোধন করবেন। ইটানগরে গিয়ে সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। সেখান থেকে ফের পাড়ি দিবেন অসমে। জোরহাটে লাচিত বোড়ফুকনের মূর্তি উন্মোচন করবেন মোদি। এদিনই ফিরবেন পশ্চিমবঙ্গে। শিলিগুড়িতে পৌঁছে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। জনসভাও করতে পারেন বলে খবর।
১০ মার্চ যাবেন উত্তরপ্রদেশে। আজমগড়ে সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। ১১ মার্চ দিল্লিতে ফিরে ‘নমো ড্রোন দিদি’, ‘লাখপতি দিদি’র মতো বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। দ্বারকা এক্সপ্রেসওয়ের হরিয়ানা শাখার উদ্বোধনও হবে তাঁর হাতে। ডিআরডিও-র একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ১২ মার্চ যাবেন গুজরাটের সবরমতিতে। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে। এর পর রাজস্থানের পোখরান ও জয়সলমীরে যাবেন। ১৩ মার্চ শেষ দিনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাট এবং অসমে মোট তিনটি সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.