Advertisement
Advertisement

Breaking News

মায়ের আবদার রেখে সদ্যোজাতর নামকরণ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ফোন আর চিঠি পেয়ে প্রায় বাক্যহারা ওই দম্পতি৷

PM Modi names newly born daughter after the mother's request
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 12:37 pm
  • Updated:January 30, 2020 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের নামকরণ নিয়ে সব মা-বাবাই ভাবনাচিন্তা করেন৷ তবে মিরজাপুরের এক দম্পতি যা করেছিলেন তা বেশ চমকপ্রদ৷ সোজা প্রধানমন্ত্রীর কাছেই চিঠি লিখেছিলেন তাঁরা৷ তাঁকেই অনুরোধ করেছিলেন মেয়ের নামকরণের জন্য৷ আর তাঁদের চমকে দিয়ে ফোন করে স্বয়ং প্রধানমন্ত্রীই ঠিক করে দিলেন তাঁদের সদ্যোজাত কন্যাসন্তানের নাম৷

গত আগস্টে কন্যাসন্তানের জন্ম দেন বিভা সিং৷ মেয়ের নাম খুঁজতে খুঁজতে শেষমেশ প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন তিনি৷ মূলত প্রধানমন্ত্রীকে নামকরণের আবদার জানিয়ে চিঠি লেখেন তিনিই৷ সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রীর অফিসের ঠিকানায় তা পোস্ট করে দেন তাঁর স্বামী ভরত সিং৷ ভরতের দাবি, এর কিছুদিন পরই খোদ প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে মেয়ের নাম জানান৷ নমোর ইচ্ছেতেই তাঁদের মেয়ের নাম রাখা হয় বৈভবী৷

Advertisement

যদিও ভরতের গ্রামের লোকেরা তাঁর এ কথা বিশ্বাস করেননি৷ এরপর প্রধানমন্ত্রীর অফিসে ফের চিঠি দেন ভরত৷ জবাবে দফতর থেকে তাঁর মেয়ের নামকরণের কথা জানিয়ে একটি চিঠিও পাঠানো হয়৷ প্রধানমন্ত্রী ওই দম্পতিকে শুভেচ্ছা, অভিনন্দন জানান৷ সেইসঙ্গে মেয়েই যে ভবিষ্যতে মা-বাবার শক্তি হয়ে উঠবে তাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর ফোন আর চিঠি পেয়ে প্রায় বাক্যহারা ওই দম্পতি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement