Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

‘স্বাধীন ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী মোদি’, তোপ কেজরিওয়ালের

ইন্ডিয়ার ভয়ে মরিয়া হয়ে উঠেছেন মোদি, তোপ কেজরিওয়ালের।

PM Modi most corrupt, says Arvind Kejriwal | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 5, 2023 9:40 am
  • Updated:October 5, 2023 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবগারি কেলেঙ্কারিতে দলের সাংসদ গ্রেপ্তার হওয়ায় যেন তেলেবেগুনে জ্বলে উঠলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করলেন তিনি। কেজরিওয়ালের অভিযোগ, স্বাধীন ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি।

আবগারি দুর্নীতিতে বুধবার প্রায় ১০ ঘণ্টা তল্লাশির পর আপ সাংসদ সঞ্জয় সিংকে গ্রেপ্তার করেছে ইডি। সত্যেন্দ্র সিং, মণীশ সিসোদিয়ারা গ্রেপ্তার হওয়ার পর জাতীয় রাজনীতিতে আপের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন সঞ্জয় সিং (Sanjay Singh)। এবার তিনিও হাজতে। সঞ্জয় সিং গ্রেপ্তার হওয়ার পর বুধবার রাতেই তাঁর বাড়িতে যান কেজরিওয়াল। সঞ্জয় সিংয়ের বাবার সঙ্গে দেখা করেন। সেখানেই আপ (AAP) সুপ্রিমো দাবি করেন,”আম আদমি পার্টি দেশের সবচেয়ে সৎ রাজনৈতিক দল। সেই সততারই মূল্য দিতে হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: জি-২০ ফুরোতেই নটে গাছটি মুড়োল! দিল্লিতে দৌরাত্ম্য গাছ চোরেদের]

এর পরই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন,”গত কয়েক বছরে আবগারি দুর্নীতিতে ১ হাজার বার তল্লাশি হয়েছে আপ নেতাদের বাড়িতে। কিন্তু আজ অবধি একটা টাকাও উদ্ধার হয়নি। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছেন। আমার তো মনে হয়, স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী মোদিই।”

[আরও পড়ুন: বঙ্গে কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন, ‘মুখ পোড়া’র আশঙ্কা করছে সিপিআইও]

কেজরিওয়ালের দাবি, ইন্ডিয়া জোট গঠনের পর মরিয়া হয়ে গিয়েছেন মোদি। এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখানোটাও তাই আগামী দিনে বাড়বে। দিল্লির মুখ্যমন্ত্রী বলছেন, আগামী দিনে ওরা আরও অনেককেই গ্রেপ্তার করবে। আসলে ভোট এগিয়ে আসছে। আর মোদি ইন্ডিয়াকে ভয় পাচ্ছেন। সেকারণেই এই ধরপাকড়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement