Advertisement
Advertisement

Breaking News

Modi Bhutan King

ডোকলাম প্রসঙ্গে চিনের হস্তক্ষেপ চায় ভুটান! সমস্যা মেটাতে রাজার সঙ্গে বৈঠক মোদির

ভারত সফরে এসেছেন ভুটানের রাজা জিগমে খেসর।

PM Modi meets Bhutan king, discusses Doklam issue | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 5, 2023 3:53 pm
  • Updated:April 5, 2023 3:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দিল্লিতে ভুটানের (Bhutan) রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে সেখানে চিন এবং ডোকলাম বিতর্কের প্রসঙ্গ এসেছে। প্রসঙ্গত, ডোকলাম (Doklam) নিয়ে চিনের সঙ্গে ভারতের বিবাদ গত কয়েক বছর ধরেই চলছে। কিন্তু বিস্ময়করভাবে এই প্রথমবার সমস্যার সমাধানে ভুটান বেজিংয়ের অংশগ্রহণ চেয়েছে।

[আরও পড়ুন: পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিন, অশান্তি মামলায় রাজ্যকে পরামর্শ হাই কোর্টের]

ভুটানের এই আচরণে ভারত যে অস্বস্তির মধ্যে পড়েছে তাতে কোনও সন্দেহ নেই বলে মনে করছেন কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সোমবার বিকেলে তিন দিনের ভারত সফরে নয়াদিল্লি এসেছেন ভুটানের রাজা। তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান বিদেশমন্ত্রী এস জয়শংকর। সন্ধ্যায় দু’জনের বৈঠকও হয়। মঙ্গলবার বিদেশ সচিব বিনয়মোহন কোয়াত্রা জানিয়েছেন, মোদির সঙ্গে নামগিয়েলের বৈঠকে দুই দেশের জাতীয় স্বার্থ এবং দ্বিপাক্ষিক সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকে সরাসরি ডোকলাম এবং চিনের প্রসঙ্গের কথা বলেননি তিনি।

Advertisement

ভারতীয় সেনা সম্প্রতি অভিযোগ তুলেছিল চিন এবং ভারত সীমান্ত লাগোয়া ডোকলামে ভুটানের জমিতে ঢুকে লাল ফৌজ ঘাঁটি গেড়ে সামরিক নির্মাণের কাজ চালাচ্ছে। উপগ্রহচিত্রেও তা দেখা গিয়েছিল। কিন্তু নয়াদিল্লির সেই অভিযোগকে কার্যত অস্বীকার করেছিলেন ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

Advertisement

[আরও পড়ুন: নগ্ন ছবি পর্নসাইটে ছড়ানোর হুমকি! ‘শিবপুর’ সিনেমার প্রযোজকের মেল প্রকাশ করলেন স্বস্তিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ