নন্দিতা রায়, নয়াদিল্লি: একুশে নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বিশ্বস্ত সূত্রে খবর, আগামী ২২ ফেব্রুয়ারির পর ফের ২৮ ফেব্রুয়ারি বাংলায় আসবেন তিনি। আর সেই দিনই রাজ্যবাসীর জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করবেন।
বিজেপি সূত্রে খবর, আগামী ২২ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবারই বাংলায় আসছেন মোদি। গতবার সরকারি কর্মসূচি নিয়ে হলদিয়ায় এসেছিলেন তিনি। এবারও থাকছে বেশ কিছু সরকারি কর্মসূচি। যেমন দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের একটি অনুষ্ঠানও। ২২ তারিখই হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানার মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদি। এরপর ২৮ ফেব্রুয়ারি ফের বাংলায় একাধিক সরকারি কর্মসূচি ও জনসভা রয়েছে তাঁর। বাংলার মাটিতে দাঁড়িয়েই উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা ঘোষণা করার কথা তাঁর। ভোটের আগে রাজ্যবাসীর মন জিততে কোনওরকম ঘাটতি রাখছে না বিজেপি সরকার।
একুশের নির্বাচনে নবান্ন দখলকে পাখির চোখ করে জনসংযোগ বাড়াতে মাঝেমধ্যেই বঙ্গ সফরে আসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। জেপি নাড্ডা, অমিত শাহ (Amit Shah), নরেন্দ্র মোদি বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন। রাজ্যজুড়ে চলছে পরিবর্তন রথযাত্রা। এরই মধ্যে বিজেপি সূত্র জানায়, ২২ ফেব্রুয়ারি সরকারি প্রকল্পের পাশাপাশি জনসভায় যোগ দেবেন মোদি। আর এবার শোনা যাচ্ছে উন্নয়নমূলক প্রকল্প ঘোষণার কথা। বাংলার সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রামে বাঙালির বলিদানের কথা বারবার উঠে এসেছে মোদির মুখে। এবার রাজ্যবাসীর মন জয় করতে আরও বড় পদক্ষেপ করতে চলেছে গেরুয়া শিবির বলেই খবর।
তবে ওয়াকিবহাল মহলের মতে, ২৮ তারিখ মোদি নয়া প্রকল্প ঘোষণা করলে আরও পিছিয়ে যেতে পারে ভোট ঘোষণার দিনক্ষণ। কারণ নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটের দিন প্রকাশিত হয়ে যাওয়ার পর থেকে ফল বেরনোর আগে পর্যন্ত সরকারি কোনও প্রকল্প ঘোষণা করা যায় না। এক্ষেত্রে তাই ভোট ঘোষণা হতে হতে মার্চ মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে বলে মত বিশেষজ্ঞ মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.