Advertisement
Advertisement
Parliament

রাজ্যসভায় ‘কুকুর’, ‘ইঁদুর’ মন্তব্যে ধুন্ধুমার, তারপরই হাসিমুখে একসঙ্গে মধ্যাহ্নভোজে মোদি, খাড়গে ও ধনকড়

প্রধানমন্ত্রীকে ‘ইঁদুর’ বলে খাড়গের কটাক্ষকে ঘিরেই শুরু হয় বিতর্ক।

PM Modi, Mallikarjun Kharge share millet lunch in Parliament। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 20, 2022 8:07 pm
  • Updated:December 20, 2022 8:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) ‘ইঁদুর’ ও ‘কুকুর’ মন্তব্য ঘিরে মঙ্গলবার সকালে তোলপাড় হল রাজ্যসভা। খাড়গেকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন বিজেপি (BJP) সাংসদরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভর্ৎসনার সুরে কথা বলতে দেখা যায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar)। কিন্তু এরপরই দ্বিপ্রাহরিক আহারের সময় দেখা গেল একসঙ্গে বসেই খাওয়া দাওয়া সারছেন মোদি, খাড়গে ও ধনকড়।

খোদ প্রধানমন্ত্রীই শেয়ার করেছেন ওই ছবি। জানিয়েছেন, ‘২০২৩ সালকে মিলেটের জন্য আন্তর্জাতিক বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংসদে সুন্দর দ্বিপ্রাহরিক আহারের আয়োজন করা হয়েছিল, যেখানে জোয়ার-বাজরা-রাগীর খাবার পরিবেশন করা হয়েছে। সমস্ত দলীয় সদস্যদের অংশ নিতে অনুরোধ করা হয়েছে।’ বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে একটি ছবিতে মোদি-খাড়গেকে হাসিমুখে বাক্যালাপ করতে দেখা গিয়েছে। দেখে বোঝা দুষ্কর, তার ঠিক আগেই রাজ্যসভায় বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল তাঁদের।

Advertisement

[আরও পড়ুন: দিল্লিতে আচমকা মুখোমুখি মোদি-শুভেন্দু, ‘ক্যায়সে হ্যায় আপ?’, প্রশ্ন প্রধানমন্ত্রীর]

ঠিক কী নিয়ে বিতর্ক? রাজস্থানের আলওয়ারে এক জনসভায় চিনা আগ্রাসন প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন খাড়গে। তাঁকে বলতে শোনা যায়, ”উনি (মোদি) বাইরে সিংহের মতো কথা বলেন। কিন্তু ভিতরে ভিতরে উনি ইঁদুর। আমরা দেশের সঙ্গে আছি। কিন্তু সরকার তথ্য গোপন করছে।” এখানেই শেষ নয়। বিজেপিকে আক্রমণ করে খাড়গের কটাক্ষ, ”আপনাদের বাড়ির কুকুরটাও কি দেশের জন্য প্রাণ দিয়েছে? তাও আপনারা নিজেদের দেশভক্ত বলে দাবি করেন। অথচ আমরা কিছু বললেই আমাদের দেশদ্রোহী বলে দেগে দেওয়া হয়।”

মঙ্গলবার সংসদের অধিবেশন শুরু হতেই বিজেপি দাবি করে, খাড়গেকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল বলেন, ”আলওয়ারে আপত্তিজনক ভাষা প্রয়োগ করার জন্য মল্লিকার্জুন খাড়গেকে ক্ষমা চাইতে হবে।” এর জবাবে খাড়গের পালটা আক্রমণ, ”যে মানুষরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, আপনারা তাঁদের ক্ষমা চাইতে বলছেন?” এরপরই জগদীপ ধনখড় কার্যত ভর্ৎসনার সুরে বলেন, ”দেশের ১৩৫ কোটি মানুষ আপনাদের দেখছে। আমরা কিন্তু খুব খারাপ উদাহরণ তৈরি করছি।”

[আরও পড়ুন: কলকাতাবাসীর জন্য সুখবর, বড়দিনে বেশি রাত অবধি চলবে মেট্রো, দেখে নিন সময়সূচি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement