Advertisement
Advertisement
PM Modi

প্রাচীন ভারতেও ছিল মিনি স্কার্ট! কোনারকের ভাস্কর্যের প্রসঙ্গ তুলে মন্তব্য মোদির

ফ্যাশন আইকন অ্যাওয়ার্ড দেওয়ার পর কী বললেন প্রধানমন্ত্রী?

PM Modi links mini-skirts to ancient Indian art। Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Biswadip Dey
  • Posted:March 8, 2024 4:44 pm
  • Updated:March 8, 2024 4:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধুনিক ফ্যাশনদুরস্ত পোশাক হিসেবে মিনি স্কার্টের বহুল ব্যবহারের কথা সকলেরই জানা। সেই পোশাকের সঙ্গে প্রাচীন ভারতীয় ভাস্কর্যের মিল খুঁজে পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এক অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা গেল মিনি স্কার্টের মতো পোশাক প্রাচীন ভারতীয় ভাস্কর্যেও খুঁজে পাওয়া যায়।

ঠিক কী বলেছেন তিনি? প্রধানমন্ত্রীর (PM Modi) কথায়, “অনেকে মিনি স্কার্টকে (Mini-skirts) আধুনিকতার প্রতীক মনে করেন। তবে আপনি যদি কোনারক যান, সেখানে শতাব্দীপ্রাচীন মন্দিরের ভাস্কর্যে মিনি স্কার্ট ও পার্সের নকশা পাবেন। যা বুঝিয়ে দেয়, শত শত বছর আগেও ভাস্কররা ফ্যাশন সম্পর্কে সচেতন ছিলেন। বর্তমানে রেডিমেড জামাকাপড় প্রবণতা রয়েছে। তবে আমাদের ভারতীয় পোশাককে আন্তর্জাতিকভাবে আরও প্রচার করা উচিত।”

Advertisement

[আরও পড়ুন: হিজাবের পালটা গেরুয়া স্কার্ফ, ফের বিতর্কে উত্তাল কর্নাটকের কলেজ]

এবারই প্রথম দেওয়া হচ্ছে ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড। দিল্লির ভারত মণ্ডপমে হওয়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই মোদিকে একথা বলতে শোনা গিয়েছে। সেখানে ১৯ বছরের কনটেন্ট নির্মাতা জাহ্নবী সিংয়ের হাতে হেরিটেজ ফ্যাশন আইকন অ্যাওয়ার্ড তুলে দেন তিনি। আর তার পরই সমসাময়িক ফ্যাশনের সঙ্গে কোনারকের সূর্য মন্দিরের গায়ে খোদাই ভাস্কর্যের তুলনা টানেন তিনি। বরাবরই ‘আত্মনির্ভর’ ভারতের কথা বলেছেন মোদি। এদিনও আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় পোশাকের প্রচার বাড়ানোর হয়ে সওয়াল করতে দেখা গেল তাঁকে।

[আরও পড়ুন: ‘৩৭০ ধারা যদি এতই খারাপ হত…’, মোদিকে পালটা জবাব ফারুকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement