Advertisement
Advertisement

Breaking News

জি-২০ সম্মেলনের মধ্যেই ১৫টি দ্বিপাক্ষিক বৈঠকে মোদি, তালিকায় বাইডেন, সুনাক, ম্যাক্রোঁ

বৈঠক করবেন শেখ হাসিনার সঙ্গেও।

PM Modi likely to hold 15 bilateral meeting in the sideline of G20 summit | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 8, 2023 10:56 am
  • Updated:September 8, 2023 10:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ (G20) সম্মেলন চলাকালীনই ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগেই জানা গিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। সম্মেলন শুরুর আগেই জানা গেল, মোট ১৫টি দেশের প্রধানদের সঙ্গে মোদি বৈঠক করবেন। সেই তালিকায় রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ থেকে শুরু করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, শনিবার থেকে দিল্লিতে শুরু হবে জি-২০ সম্মেলন।

শুক্রবার সন্ধেয় ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। এসেই মোদির সঙ্গে বৈঠক সারবেন। তবে তার আগেই মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার যুগনাথের সঙ্গে মোদি বৈঠক করবেন। ভারতে আয়োজিত জি-২০ সম্মেলনে অতিথি হিসাবে আমন্ত্রিত রয়েছে মরিশাস। এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাঁর সঙ্গেও শুক্রবার বৈঠক করবেন মোদি।

Advertisement

[আরও পড়ুন: জি-২০ নৈশভোজে আমন্ত্রিত নন মল্লিকার্জুন খাড়গে, ডাক দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে]

শনিবার জি-২০ সম্মেলনের প্রথম দিনেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের (Rishi Sunak) সঙ্গে বৈঠক করবেন মোদি। এছাড়াও কোয়াড সঙ্গী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও মোদির বৈঠকের কথা রয়েছে। একই দিনে জার্মানি ও ইটালির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মোদি বৈঠকে বসবেন। এছাড়াও কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

সম্মেলনের শেষ দিন মধ্যাহ্নভোজের বৈঠকে যোগ দেবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও মোদি। ওই দিনই কমরোস, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও নাইজেরিয়ার রাষ্ট্রপ্রধানদের মোদি বৈঠক করবেন। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গেও মোদি আলোচনায় বসবেন। এছাড়াও রাষ্ট্রপ্রধানদের নিয়ে জি-২০ সম্মেলনেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। 

[আরও পড়ুন: ‘একদম ঠিক কাজ করেছে ভারত’, প্রথমবার মোদি সরকারের নীতিকে সমর্থন মনোমোহনের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement