ফাইল ছবি
বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: শিয়রে লোকসভা নির্বাচন। নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রচারে নামার প্রস্তুতি শুরু করে দিচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। সব ঠিকঠাক থাকলে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বঙ্গ সফরে আসার আগে এ রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও।
আসন্ন লোকসভা ভোটে চারশোরও বেশি আসনে জিতবে এনডিএ (NDA)। যেখানে বিজেপি একাই পাবে ৩৭০ আসন। লোকসভা অধিবেশনে এমনই আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল মোদির গলায়। আবার সম্প্রতি বাংলায় এসে অমিত শাহও লক্ষ্য বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন, এ রাজ্যে ৩৫টি আসন পাবে বিজেপি। তৃতীয়বার ক্ষমতায় ফিরতে বাংলার ফলাফলে যে বিশেষ নজর থাকবে পদ্মশিবিরের শীর্ষ নেতৃত্বের, তা বলাই বাহুল্য। আর তাই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রচারে শান দিতে প্রস্তুত গেরুয়া শিবির।
বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ধামাচাপা দিয়ে ঐক্যবদ্ধ ভাবে দলকে লড়াইয়ের পেপটক দিতেই বঙ্গ সফরে আসবেন মোদি বলে খবর। একই উদ্দেশ্য শাহরও। নেতা-নেত্রীদের নিয়ে একাধিক বৈঠকের সম্ভাবনা রয়েছে শাহর। আগামী ২৯ ফেব্রুয়ারি বাংলায় আসার কথা তাঁর। উল্লেখ্য, গত জানুয়ারিতে শাহর বঙ্গ সফরের কথা থাকলেও শেষমেশ তা বাতিল হয়েছিল।
বিজেপি সূত্রে খবর, শাহর সফরের পর মার্চে এ রাজ্যে আসবেন মোদি। যদিও ঠিক কত তারিখে তিনি আসবেন এবং কোনও জেলায় যাবেন কি না, তা এখনও জানা যায়নি। বাংলায় মতুয়া ভোটব্যাঙ্ক শক্তিশালী করতে এবং উত্তরবঙ্গে গেরুয়া ঝড় তুলতে একাধিক পরিকল্পনা করছে বিজেপি। তাই মার্চে মোদির সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.