Advertisement
Advertisement
PM Modi

অনন্ত-রাধিকার বিয়েতে অতিথি নরেন্দ্র মোদি-সহ একাধিক হেভিওয়েট, যাচ্ছেন না গান্ধীরা!

বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

PM Modi likely to attend wedding of Anant Ambani and Radhika

ছবি: সংগৃহীত

Published by: Anwesha Adhikary
  • Posted:July 12, 2024 9:07 am
  • Updated:July 12, 2024 11:06 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্ত আম্বানির বিয়েতে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, শুক্রবার সাতপাকে বাঁধা পড়বেন মুকেশ আম্বানির ছোট ছেলে এবং রাধিকা মার্চেন্ট। সন্ধেয় বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন মোদি। তবে বিয়েতে হয়তো যাবেন না গান্ধী পরিবারের কোনও সদস্য়। উল্লেখ্য, ১০ জনপথ রোডে গিয়ে সোনিয়া গান্ধীকে ছেলের বিয়ের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন স্বয়ং মুকেশ আম্বানি।

মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে বসবে বিয়ের আসর। শুক্রবার সেখানেই অনন্ত-রাধিকার চারহাত এক হবে। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তবে আচমকা অসুস্থ হয়ে এইমসে ভর্তি হওয়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) হয়তো যেতে পারবেন না। টানা তিনদিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। শুক্রবার বিয়ের পরে শনিবার আয়োজিত হবে শুভ আশীর্বাদ। তার পরের দিন রয়েছে মঙ্গল উৎসব বা রিসেপশন। রিল্যায়ন্স জিওর সমস্ত কর্মচারীদের জন্য বিশেষ রিসেপশনের আয়োজন করা হয়েছে ১৫ জুলাই।

Advertisement

[আরও পড়ুন: পিঠে অসহ্য ব্যথা, দিল্লি এইমসে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

দেশের ধনীতম ব্যক্তির ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মুম্বইয়ে বসছে চাঁদের হাট। অতিথি তালিকায় রয়েছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। ছেলের বিয়েতে আম্বানি পরিবারের আমন্ত্রণে দুদিনের জন্য মুম্বই গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার সন্ধেবেলা মুম্বই পৌঁছেই তিনি সবার আগে দেখা করেন আহ্বায়ক, শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) সঙ্গে। যাঁর আমন্ত্রণে কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছেন তিনি, সেই আম্বানির হাতে ফুলের স্তবক দিয়ে তাঁকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রিলায়েন্স কর্তা।

এছাড়াও হাজির থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুরা। এছাড়াও বিদেশি রাজনৈতিক নেতাদের মধ্যে থাকছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন-সহ অনেকেই।

[আরও পড়ুন: পাটনা থেকে ধৃত বিহারে নিটের প্রশ্নফাঁসের মূল পান্ডা! মিলল বহু নথি

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement