Advertisement
Advertisement

Breaking News

বছরশেষে ফের কী ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী?

প্রশ্ন জমেছে অনেক৷ উত্তর দিতে তৈরি প্রধানমন্ত্রী৷

PM Modi likely to address the nation before new year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 29, 2016 1:59 pm
  • Updated:December 29, 2016 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশ্ন জমেছে অনেক৷ উত্তর দিতে তৈরি প্রধানমন্ত্রী৷ নোট বাতিলের মেয়াদ পূর্তিতে ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ টেলিভিশনের ওপার থেকেই জনসাধারণকে তাঁর বার্তা শোনাবেন প্রধানমন্ত্রী৷

গত ৮ নভেম্বর আচমকাই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তিনি৷ সেখানেই ঘোষণা করেন নোট বাতিলের সিদ্ধান্ত৷ তা নিয়ে সারা দেশে তোলপাড়৷ অর্থনীতিবিদদের অনেকেই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সঙ্গে সহমত হননি৷ নোট বাতিলের ফলে দেশের অর্থনীতি জোর ধাক্কা খাবে, এমনটাই অভিমত ছিল তাঁদের৷ এদিকে এই মতকে হাতিয়ার করে বিরোধিতায় নেমেছে প্রায় সব বিরোধী দলই৷ মোদিকে তুঘলক বলা থেকে শুরু করে তাঁর সরকারকে স্বৈরাচারী আখ্যা দেওয়া, কিছুই বাকি থাকেনি৷ এই পরিস্থিতিতেও আশ্চর্য সহিষ্ণুতার পরিচয় দিয়েছে সাধারণ মানুষ৷ বারবার সমীক্ষা করে দেখা গিয়েছে, কালো টাকা রোখার এই অভিযানেই সায় দিয়েছে আম জনতা৷ কিন্তু তারপরও কিছু প্রশ্ন থেকে গিয়েছে৷ বিরোধীদের দাবি, কত কালো টাকা উদ্ধার হল, অর্থনীতি কোন জায়গায় পৌঁছল তা জানাতে হবে প্রধানমন্ত্রীকে৷ এবার সে সবের উত্তর দিতে তৈরি নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, শনিবার সন্ধেই জাতির উদ্দেশে ভাষণে তাঁর সিদ্ধান্তের যৌক্তিকতা থেকে বিরোধীদের প্রশ্নের উত্তর-সবই দেবেন প্রধানমন্ত্রী৷ সেই সঙ্গে মানুষকে ধন্যবাদও জানাতে চলেছেন প্রধানমন্ত্রী৷ তবে অসমর্থিত সূত্রের খবর, আরও বড় কোনও নীতির কথাও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী৷ এতদিন অনুমান করা হচ্ছিল, লখনউয়ের জনসভা থেকে সে ঘোষণা করতে পারেন তিনি৷ তবে জাতির উদ্দেশ্যে ভাষণেও সে কথা বলতে পারেন বলে মনে করা হচ্ছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement