সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম দিনই দেশের ছ’টি শহরকে বড়সড় উপহার দিলেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রদেশের ইন্দোর, গুজরাটের রাজকোট, তামিলনাডুর চেন্নাই, ঝাড়খণ্ডের রাঁচি, ত্রিপুরার আগরতলা এবং উত্তরপ্রদেশের লখনউতে একযোগে অত্যাধুনিক লাইট হাউস প্রকল্পের সূচনা করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।
PM Modi lays foundation stone of Light House Projects (LHPs) under Global Housing Technology Challenge-India . LHPs will be constructed at Indore,Rajkot, Chennai, Ranchi, Agartala & Lucknow,comprising about 1,000 houses at each location along with allied infrastructure facilities pic.twitter.com/wf6Q7WPLF9
— ANI (@ANI) January 1, 2021
প্রধানমন্ত্রীর দপ্তর সুত্রে জানানো হয়েছে, লাইট হাউস প্রকল্প, অত্যাধুনিক আন্তর্জাতিক মানের প্রযুক্তি, সরঞ্জাম এবং পদ্ধতির মাধ্যমে নির্মাণ কাজের উদাহরণ হয়ে থাকতে চলেছে। দেশে এই প্রথম এত বড় মাপের এই ধরণের প্রকল্প বাস্তবায়িত হবে। বাড়ি নির্মাণের ক্ষেত্রে সর্বাঙ্গিনভাবে উদ্ভাবনমূলক প্রযুক্তি গ্রহণ করে জিএইচটিসি-ইন্ডিয়ার আওতায় এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। যে ছ’টি শহরকে বেছে নেওয়া হয়েছে, তার প্রত্যেকটিতে উন্নত পরিকাঠামোর সাহায্যে ১০০০টি বাড়ি নির্মাণ করা হবে। বাড়িগুলি তৈরি হবে মাত্র ১২ মাসের মধ্যে। এবং এই বাড়ি তৈরিতে তথাকথিত নির্মাণ সামগ্রী ইঁট, বালি, সিমেন্ট ব্যবহার করা হবে না। এসব ব্যবহারে বাড়ি নির্মাণ বেশ ব্যয়সাপেক্ষ এবং সময়বহুল। লাইট হাউস প্রকল্পের অধীনে বিকল্প পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে বাড়ি নির্মাণ করা হবে। কেন্দ্রের দাবি, এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলি আর্থিক দিক দিয়ে সাশ্রয়ী, স্থিতিশীল, উন্নতমানের এবং টেকসই হবে।
প্রধানমন্ত্রীর দাবি, এই প্রকল্প একটা পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করবে। এবং আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়ি নির্মাণ সম্ভব হবে। প্রধানমন্ত্রী এদিন শহরাঞ্চলের জন্য ASHA-INDIA প্রকল্পেরও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের অধীনে বাড়ি নির্মাণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারকারী স্টার্টআপদের উৎসাহ প্রদান করা হবে। নরেন্দ্র মোদির দাবি, গত ৬ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গত ৬ বছরে লক্ষ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘হাউসিং ফর অল’ লক্ষ্য অর্জনের জন্য যে চতুর্মুখী কাজ করা হচ্ছে, তা কোটি কোটি গরিব এবং মধ্যবিত্তের উপকারে লাগছে। আমার বিশ্বাস ‘হাউসিং ফর অলে’র স্বপ্ন অবশ্যই পুরণ হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.