Advertisement
Advertisement
Madhya Pradesh

মধ্যপ্রদেশে নদী সংযুক্তিকরণে শিলান্যাস মোদির, ওড়ালেন পরিবেশ বিশেষজ্ঞদের আপত্তি!

শিলান্যাস অনুষ্ঠানে জলসম্পদ সংরক্ষণ নিয়ে কংগ্রেসকে দুষলেন প্রধানমন্ত্রী।

PM Modi lays foundation stone of Ken-Betwa river linking project of Madhya Pradesh
Published by: Kishore Ghosh
  • Posted:December 25, 2024 8:58 pm
  • Updated:December 25, 2024 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী এবং পরিবেশ বিশেষজ্ঞদের দাবি উড়িয়ে নদী সংযুক্তিকরণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার মধ্যপ্রদেশে কেন্‌-বেতোয়া নদী সংযুক্তিকরণ প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এই নদী সংযুক্তিকরণ প্রকল্পের খসড়া তৈরি হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জমানায়। এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনেই সেই প্রকল্পের বাস্তবায়ন করলেন মোদি।

এদিন কেন্‌-বেতোয়া নদী সংযুক্তিকরণ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানেও বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “জলসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেয়নি কংগ্রেস।” এইসঙ্গে তিনি দাবি করেন, “নদী সংযুক্তিকরণ প্রকল্প দেশের উন্নয়নের চেহারা বদলে দেবে। একবিংশ শতকে শুধু সেই দেশগুলিই উন্নতি করবে, যারা জল সংরক্ষণের পরিকাঠামো তৈরি করতে পারবে।” তাৎপর্যপূর্ণ ভাবে স্মরণ করেন বি আর আম্বেডকরকে। প্রধানমন্ত্রীর কথায়, দেশের জলসম্পদকে শক্তিশালী করে তোলা অম্বেডকরের স্বপ্ন ছিল।

Advertisement

২০২২ সালের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানান, কেন্-বেতোয়া নদী প্রকল্পে ৪৪ হাজার ৬০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে ৯ লক্ষ হেক্টরেরও বেশি জমিতে চাষের জল দেওয়া সম্ভব হবে। এর ফলে সরাসরি উপকৃত হবেন ৬৫ লক্ষ মানুষ। যদিও প্রাক্তন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেন, মোদির এই প্রকল্প ‘ধ্বংসাত্মক পদক্ষেপ’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement