ছবি: সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার সাংসদ হিসাবে প্রথম ভাষণ। তাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হৃদয় জিতে নিলেন সুধা মূর্তি। সমাজসেবী সুধার ভাষণে মুগ্ধ হয়ে বাহবাও দেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, চলতি বছরেই রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হন সুধা। নারী দিবসে নারী শক্তির প্রতীক হিসাবে রাজ্যসভায় সুধাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন মোদি।
মঙ্গলবার রাজ্যসভায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপনের ভাষণ দেন পদ্মভূষণ সুধা। নিজের বাবার উক্তি স্মরণ করে তিনি বলেন, “বাবা বলতেন, এক মায়ের মৃত্যু হলে হাসপাতাল বলে একজনের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের কাছে মায়ের মৃত্যু মানে চিরদিনের ক্ষতি।” এই উক্তি তুলে ধরে মহিলাদের স্বাস্থ্যের উন্নতি সরকার কী কী ভূমিকা নিয়েছে, সেই নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী সুধা। সারভাইক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্যের উন্নতিতে কেন্দ্রের পদক্ষেপ- ১৩ মিনিটে ভাষণে সমস্ত বিষয় তুলে ধরেন তিনি।
পদ্মভূষণ পাওয়া সাংসদের এই ভাষণ মন ছুঁয়ে যায় মোদির (Narendra Modi)। বুধবার রাজ্যসভায় জবাবি ভাষণ দিতে গিয়ে আলাদা করে সুধার মন্তব্যের উল্লেখ করেন তিনি। বলেন, “সুধা মূর্তিকে আলাদা করে ধন্যবাদ জানাতে চাই, কারণ মহিলাদের স্বাস্থ্য নিয়ে বিশদে কথা বলেছেন তিনি। গত ১০ বছর ধরে মহিলাদের স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার।” উল্লেখ্য, সংসদের যৌথ অধিবেশনে নিজের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, সরকারি উদ্যোগে তৈরি হওয়া শৌচাগারের ফলে উপকৃত হয়েছেন বহু মহিলা।
উল্লেখ্য, ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির স্ত্রী হলেও স্বতন্ত্র পরিচয় রয়েছে সুধা মূর্তির (Sudha Murthy)। টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানির প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসাবে কাজ শুরু করেন তিনি। পরে অবশ্য ইনফোসিসে যোগ দেন। সমাজকল্যাণমূলক কাজকর্মের জন্যও পরিচিত তাঁর নাম। তাছাড়াও একাধিক বই প্রকাশ করেছেন সুধা। তাঁর কাজের স্বীকৃতি হিসাবে ২০০৬ সালে পদ্মশ্রী পুরস্কার পান। ২০২৩ সালে তাঁর হাতে পদ্মভূষণ সম্মান তুলে দেয় ভারত সরকার। চলতি বছরে রাজ্যসভার সাংসদ মনোনীত হন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.