সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কেরলেও পৌঁছে গেল মেট্রো। কোচিতে রাজ্যের প্রথম মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার কোচির পালারিভাত্তম স্টেশনে ফিতে কেটে মেট্রো পরিষেবার উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কোঙ্কন রেলওয়ে ও দেশের মেট্রোম্যান হিসাবে পরিচিত ই শ্রীধরণ।
[‘ভুয়ো খবরের জেরেই হাতে অস্ত্র তুলে নিচ্ছে কাশ্মীরি যুবকরা’]
জানা গিয়েছে, সোমবার ভোর ছ’টা থেকেই পাকাপাকিভাবে মেট্রো চলাচল শুরু হবে কোচি শহরে। এদিন মেট্রো পরিষেবার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কোচি মেট্রোতে প্রায় ১০০০ জন মহিলা ও ২৩ জন রূপান্তরকারীদের নিয়োগ করার প্রক্রিয়া চলছে। বস্তুত, কোচি মেট্রো রেলই দেশের প্রথম সরকারি সংস্থা হতে চলেছে, যেখানে রূপান্তরকারীরা চাকরি পাবেন।
[মসজিদে লাউডস্পিকার বাজানোর প্রতিবাদে একজোট হিন্দু ও মুসলিমরা]
জানা গিয়েছে, শুধু মাত্র কোচি শহরের মধ্যেই নয়, এই মেট্রোর মাধ্যমে শহরের দশটি ক্ষেত্রর মধ্যে সংযোগ গড়ে তোলা হবে। কোচি মেট্রোতেই প্রথমবার ব্যবহার করা হবে সৌর বিদ্যুৎ। ২২টি স্টেশনে থাকবে সৌর প্যানেল। বস্তুত, মেট্রো চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুতের ২৫ শতাংশ সৌর শক্তি থেকে উৎপাদন করারও চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও কেরল সরকারের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে কোচি মেট্রো রেল লিমিটেড। উভয়পক্ষেরই এতে পঞ্চাশ শতাংশ করে শেয়ার রয়েছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কোচি মেট্রো প্রকল্পের জন্য ২ হাজার কোটি টাকা দিয়েছে।
[প্রকাশ্যে মহিলাদের শৌচকর্মের ছবি তোলায় আপত্তি, পিটিয়ে খুন সমাজকর্মী]
কোচিতে মেট্রো প্রকল্পের উদ্বোধনে অনুষ্ঠানেও ফের একবার ‘মেক ইন ইন্ডিয়া’-এর পক্ষে জোর সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোচি শহরে মেট্রো রেলের যে কোচগুলি চলবে, সেগুলি তৈরি করেছে অ্যালস্টম নামে চেন্নাইয়ের একটি সংস্থা এবং কোচ তৈরির ক্ষেত্রে ৭০ শতাংশ ভারতীয় উপাদানই ব্যবহার করা হয়েছে।
PM Shri @narendramodi and other dignitaries on board the Kochi Metro. Watch LIVE at https://t.co/jtwD1yPhm4 pic.twitter.com/VTQTLF1rvM
— BJP (@BJP4India) 17 June 2017
[আস্ত ছাগল গিলে এ কী অবস্থা হল পাইথনের! দেখুন ভিডিও]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.