Advertisement
Advertisement

Breaking News

PM Modi

মার্কিন নির্বাচনের আগে সেপ্টেম্বরেই আমেরিকা সফরে মোদি! ভাষণ দেবেন রাষ্ট্রসংঘে

প্রধানমন্ত্রী অংশ নেবেন কোয়াড সম্মেলনে।

PM Modi in US from September 21-23
Published by: Kishore Ghosh
  • Posted:September 17, 2024 7:17 pm
  • Updated:September 17, 2024 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বরেই মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, মোদির আমেরিকা সফর চলবে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর। কোয়াড সম্মেলনে অংশ নেবেন তিনি। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন বলেও জানা গিয়েছে। আগামী নভেম্বর মাসে মার্কিন মুলুকে নির্বাচন। ঠিক তার আগে মোদির সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।  

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ডেলাওয়ারের উইলমিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা কোয়াড সম্মেলনে অংশ নেবেন মোদি। কোয়াড (Quadrilateral Security Dialogue)-এর অন্য সদস্যরা হল আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। এই সম্মেলনে গত এক বছরের কাজের পর্যালোচনা হবে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকার ভবিষ্যতের রূপরেখা নিয়ে আলোচনা করবে চার দেশের রাষ্ট্রপ্রধানরা। উল্লেখ্য, আগামী কোয়াড সম্মেলনের আয়োজক ভারত।

Advertisement

২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাও। নিউ ইয়র্কেই ২২ সেপ্টেম্বর প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠান যোগ দেবেন মোদি। এর পর বেশ কিছু আমেরিকান কোম্পানির সিইও-দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দেশে নিয়োগ আনাই উদ্দেশ্যে এই বৈঠকের। এআই, কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর এবং বায়োটেকনোলজিতে ইন্দো-মার্কিন যৌথ প্রকল্পের বিষয়ে কথা বলবেন মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement