Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

প্রথমবার SCO বৈঠকের আয়োজনে ভারত, তবে অনুষ্ঠানে যোগ দেবেন না মোদি

এমনকী পাক প্রধানমন্ত্রী ইমরান খানও অনুপস্থিত থাকবেন বলে খবর।

PM Modi, Imran Khan not to participate in SCO meet to be hosted by India | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:November 30, 2020 9:07 am
  • Updated:November 30, 2020 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SCO বা সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের বৈঠকের আয়োজন করতে চলেছে ভারত (India)। ২০১৭ সালে SCO’‌র পূর্ণ সদস্যপদ লাভের পর প্রথমবারের জন্য বৈঠকটি আয়োজন করছে নয়াদিল্লি (New Delhi)। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেবেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা।

তবে জানা গিয়েছে, এদিনের বৈঠকে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন তিনি নিজের লোকসভা নির্বাচনী ক্ষেত্র বারাণসী (Varanasi) সফরে যাবেন। সেখানে বারাণসী–প্রয়াগরাজ (Varanasi-Prayagraj) হাইওয়ে প্রকল্পের সূচনা করবেন। এর পাশাপাশি গঙ্গার ঘাটে দেব দিপাবলি (Dev Deepawali) অনুষ্ঠানেও যোগ দেবেন। দেশের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু বৈঠকে চেয়ারম্যান পদের দায়িত্ব সামলাবেন। এমনটাই জানানো হয়েছে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে।

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির সুরক্ষায় আসছে ‘ড্রোন কিলার’, নিরাপত্তা বলয়ে ঢুকতে পারবে না মাছিও!]

এদিনের সভায় বাকি সদস্য দেশ রাশিয়া, চিন, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়াও চার অবজার্ভার দেশের মধ্যে আফগানিস্থানের প্রেসিডেন্ট, ইরানের ভাইস প্রেসিডেন্ট, বেলারুশের প্রধানমন্ত্রী এবং মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীর ডেপুটি এদিনের সামিটে অংশ নেবেন।

তবে আশ্চর্যজনকভাবে সোমবারের বৈঠকে যোগ দিচ্ছেন না পাকিস্তানের(Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। কোনও নির্দিষ্ট কারণ অবশ্য ইসলামাবাদের (Islamabad) পক্ষ থেকে জানানো হয়নি। তবে বলা হয়েছে, ইমরানের জায়গায় সভায় পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশ বিষয়ক সংসদীয় সচিব। এর আগে করোনা মোকাবিলায় ভারতের ডাকা সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর বৈঠকেও অনুপস্থিত ছিলেন ইমরান। চলতি বছরের ওই বৈঠকে পাকিস্তানের তরফ থেকে উপস্থিত ছিলেন ইমরানের বিশেষ স্বাস্থ্য সহকারী ডঃ জাফর মির্জা।

[আরও পড়ুন:  সাগরে ভেঙে পড়া মিগ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, এখনও নিখোঁজ দ্বিতীয় পাইলট]

যদিও এর আগে চলতি মাসে SCO সামিটে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রীও। বৈঠকটিতে সভাপতিত্ব করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যোগ দিয়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement