Advertisement
Advertisement
অনুপ্রবেশকারী

‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিজেরাই অনুপ্রবেশকারী’, এনসিআর ইস্যুতে বিস্ফোরক অধীর

ভিডিওতে শুনুন বহরমপুরের কংগ্রেস সাংসদের বক্তব্য।

‘PM Modi, HM Shah Are Infiltrators Themselves,’ Says Adhir Chowdhury
Published by: Soumya Mukherjee
  • Posted:December 1, 2019 6:13 pm
  • Updated:December 1, 2019 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরসি নিয়ে বিতর্কের মাঝেই নরেন্দ্র মোদি ও অমিত শাহকে অনুপ্রবেশকারী বললেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। রবিবার নয়াদিল্লিতে একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই বিস্ফোরক মন্তব্যই করলেন সংসদের বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই গুজরাট থেকে দিল্লিতে এসে বসবাস করছেন। ওঁনারাও অনুপ্রবেশকারী।’

[আরও পড়ুন: ‘হায়দরাবাদের ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হোক’, ঘৃণায় সরব রূপা গঙ্গোপাধ্যায়]

আজ সাক্ষাৎকার দেওয়ার সময় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা ভারতীয় সংস্কৃতির সবচেয়ে বড় ঐতিহ্য বলে উল্লেখ করে অধীরবাবু। বিজেপি সেই ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। কেন্দ্রের শাসকদলকে তীব্র আক্রমণ করে বলেন, ‘ভারত সবার, না কোনও ব্যক্তির নিজস্ব সম্পত্তি? এখানে বসবাসকারী সকলেরই সমান অধিকার আছে। মিস্টার মোদি ও মিস্টার শাহ আপনারা দুজনেই অনুপ্রবেশকারী। আপনাদের বাড়ি গুজরাটে, কিন্তু আপনারা দিল্লি এসেছেন। তাহলে আপনাদের কেন অনুপ্রবেশকারী বলা যাবে না।’

Advertisement

[আরও পড়ুন: ‘প্রথা মেনে’ প্রার্থী প্রত্যাহার বিজেপির, মহারাষ্ট্রের স্পিকার পদে কংগ্রেসের নানা পাটোলে]

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য বিজেপি নেতারা যেভাবে দেশে এনআরসি চালু কথা বলছেন, তাতে সাধারণ মানুষ আতঙ্কিত বলেও উল্লেখ করেন বহরমপুরের সাংসদ। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘গোটা দেশে জাতীয় নাগরিক পঞ্জি চালু করার বিষয় নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এর ফলে ভারতের আসল নাগরিকরাও আতঙ্কে ভুগছেন। যাঁদের কাছে কালকের খাবার জোগাড়ের চিন্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁদের কাছে নাগরিকত্বের কাগজ খোঁজার সময় কোথায়। আর এই সুযোগটা কাজে লাগিয়েই মুসলিমদের দেশ থেকে তাড়াতে চাইছে কেউ কেউ। কিন্তু, তা কোনওদিন সম্ভব হবে না।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement