সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২৫তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক নেতামন্ত্রী। শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে শ্রদ্ধাঞ্জলি জানান তাঁরা। তবে এই শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়েও প্রধানমন্ত্রীর গুনগানে মজেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
নেতাজির জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) টুইটারে লেখেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা। বারবার এই দিনটি ফিরে আসুক। দেশের প্রতি বীরনায়কের অবদানে আমরা সকলেই গর্বিত।”
सभी देशवासियों को पराक्रम दिवस की ढेरों शुभकामनाएं।
नेताजी सुभाष चंद्र बोस की 125वीं जयंती पर उन्हें मेरी आदरपूर्ण श्रद्धांजलि।
I bow to Netaji Subhas Chandra Bose on his Jayanti. Every Indian is proud of his monumental contribution to our nation. pic.twitter.com/Ska0u301Nv
— Narendra Modi (@narendramodi) January 23, 2022
সম্মান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Home Minister Amit Shah)। তিনি টুইটারে লেখেন, “স্বাধীনতা সংগ্রামের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁকে কুর্নিশ জানাই। তাঁর সাহস, পরাক্রম এবং বীরত্ব ব্রিটিশ শাসনের ভিত নড়িয়ে দিয়েছিল। দেশের জন্য তাঁর আত্মত্যাগ, বলিদান আমাদের ভবিষ্যতের পথ দেখিয়েছে। তিনি দেশবাসীর পথপ্রদর্শক।” পরের একটি টুইটে প্রধানমন্ত্রীর গুনগান গেয়েছেন। লিখেছেন, “দেশনায়ককে যথাযথ মর্যাদা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে পরাক্রম দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ দেশের ভবিষ্যত প্রজন্মের মধ্যে নেতাজির অবদান সম্পর্কে সম্যক ধারনা তৈরি হবে।”
प्रधानमंत्री @narendramodi जी ने भारत की स्वतंत्रता में नेताजी के अतुलनीय योगदान को चिरस्मरणीय बनाए रखने हेतु उनकी जयंती को देशभर में ‘पराक्रम दिवस’ के रूप में मनाने का अभिनव कार्य किया है।
यह आने वाली पीढ़ियों में नेताजी के ओजस्वी विचारों व आदर्शों को सींचने का काम करेगा।
— Amit Shah (@AmitShah) January 23, 2022
এদিকে শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। টুইটারে তিনি লেখেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু প্রকৃত দেশনায়ক, বীর এবং দেশপ্রেমী। তিনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন। তিনি এখনও আমাদের পথপ্রদর্শক।”
Netaji Subhash Chandra Bose – a valiant freedom fighter, a true patriot and a hero who continues to live in our hearts.
Solemn tributes to Netaji on his birth anniversary.
You are the guiding light for many of us, even today.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 23, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.