Advertisement
Advertisement

Breaking News

LK Advani

‘আপনার অবদানেই শক্তিশালী দেশ’, আডবাণীর জন্মদিনে শুভেচ্ছা মোদির

প্রবীণ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানালেন অমিত শাহও।

PM Modi greet LK Advani on his 96th Birthday | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 8, 2023 1:42 pm
  • Updated:November 8, 2023 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বিজেপির ভীষ্ম পিতামহ। ‘রাম কে নাম’ ভারত সাম্রাজ্য দখলের অন্যতম কারিগর। সর্বোচ্চ সিংহাসন পাননি বটে, তবু দলের অন্যতম মর্জাদা পুরুষ! প্রবীণ বিজেপি (BJP) নেতা এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আডবাণীর (Lal Krishna Advani) ৯৬তম জন্মদিন তাঁকে শুভেচ্ছা ও অভিবাদন জানালেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

প্রবীণ নেতার জন্মদিনে মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, “জন্মদিনের শুভেচ্ছা এল কে আডবাণীজিকে। তিনি সততার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর গুরুত্বপূর্ণ অবদানে শক্তিশালী হয়েছে দেশ, দূরদর্শী নেতৃত্ব জাতীয় অগ্রগতি ও ঐক্য উন্নত হয়েছে। তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি। দেশ গঠনে তাঁর প্রচেষ্টায় অনুপ্রাণিত ১৪০ কোটি ভারতীয়।”

Advertisement

[আরও পড়ুন: Cricket World Cup 2023: ইডেনে জাতীয় পতাকার অবমাননা! রেগে আগুন গাভাসকর, দেখুন ভিডিও]

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানান আডবাণীকে। লেখেন, “শ্রদ্ধেয় লাল কৃষ্ণ আডবাণীজিকে জন্মদিনের শুভেচ্ছা। অক্লান্ত পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতা দিয়ে দলকে লালন ও কর্মী গড়ে তোলার কাজ করেছিলেন। বিজেপির সূচনা থেকে ক্ষমতায় আসা পর্যন্ত আদবানিজির অতুলনীয় অবদান প্রতিটি কর্মীর জন্য অনুপ্রেরণার চিরন্তন উৎস। ঈশ্বরের কাছে তাঁর সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি।”

[আরও পড়ুন: ফের নিম্নচাপের ভ্রুকুটি! কালীপুজো-ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস]

১৯২৭ সালের ৮ নভেম্বর অবিভক্ত ভারতের করচি শহরে জন্ম এল কে আডবাণীর। তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী সরকারের উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতাও এই প্রবীণ নেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement