Advertisement
Advertisement

Breaking News

PM Modi

প্রচারে গিয়ে ফের কাঁদলেন মোদি, ‘আগেই বলেছিলেন রাহুল’ কটাক্ষ কংগ্রেসের

মোদির ভিডিওর অংশ শেয়ার করেছে কংগ্রেস।

PM Modi gets emotional, here is why Rahul Gandhi predicted
Published by: Biswadip Dey
  • Posted:May 14, 2024 9:17 pm
  • Updated:May 14, 2024 9:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর মনোনয়ন। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। আর মঙ্গলবারই আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। নিজের প্রয়াত মা ও গঙ্গার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়েই এক সংবাদমাধ্যমের সামনে গলায় বাষ্প জমে যায় তাঁর। পরে এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে খোঁচা দেয় কংগ্রেস। তাদের ইঙ্গিত, মোদির এই আবেগ ভোটবাজারে ‘স্টান্টবাজি’ ছাড়া আর কিছু নয়।

বারাণসী থেকে এবারও নির্বাচনে লড়ছেন মোদি (PM Modi)। আর সেপ্রসঙ্গেই তাঁকে বলতে শোনা যায়, ”দল যখন এখান থেকে আমাকে ভোটে দাঁড় করায়, আমার মনে হয়েছিল, মা গঙ্গা ডাক পাঠিয়েছেন। দশ বছরে আমার সঙ্গে এখানকার যা সম্পর্ক তা আমাকে আমার পুরনো দুনিয়ার সঙ্গে জুড়ে রেখেছে। আর আমি আরও একবার মা গঙ্গার কোলে নিমজ্জিত হয়েছি। তাই আমি সব সময়ই বলি, গঙ্গা আমাকে দত্তক নিয়েছেন। মা মারা যাওয়ার পর আমার এই অনুভব আরও তীব্র হয়েছে।”

Advertisement

এদিকে এক্স হ্যান্ডলে একটি পোস্টেও প্রয়াত মা হীরাবেনের প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গিয়েছে মোদিকে। তিনি লেখেন, ‘আমার মা যখন ১০০ বছরে পা দিলেন, আমি ওঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম জন্মবার্ষিকীতে। উনি বলেছিলেন, দুটি বিষয় মাথায় রাখতে। কখনও ঘুষ না নিতে। এবং দরিদ্রদের না ভুলতে। মন দিয়ে কাজ করে একটা শুদ্ধ জীবন কাটাতে।’

[আরও পড়ুন: ‘মানবিকতা সংকটে, বন্ধ হোক এ রক্তের হোলি’, রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনের পাশে ভারত]

এদিকে মোদির ভিডিওর অংশ শেয়ার করেছে কংগ্রেস (Congress)। সেখানে দাবি করা হয়েছে, রাহুল গান্ধী নাকি আগেই দাবি করেছিলেন কিছুদিনের মধ্যেই কাঁদবেন মোদি। রাহুলকে (Rahul Gandhi) বলতে শোনা গিয়েছিল, ”আপনারা প্রধানমন্ত্রী মোদিকে ভাষণ দিতে শুনেছেন। ওঁকে দেখে মনে হচ্ছে বেশ সন্ত্রস্ত হয়ে পড়েছেন। হয়তো কোনওদিন কেঁদেও ফেলবেন।” এর পরই রয়েছে মোদির আবেগপ্রবণ হয়ে পড়ার অংশটি। ভিডিওটি শেয়ার করে কংগ্রেস লিখেছে, ‘রাহুল গান্ধী বলেছিলেন, কেঁদে ফেলবেন। আজ উনি কেঁদেও ফেললেন।’ প্রসঙ্গত, এবার ভোটপ্রচারে এর আগেও আবেগপ্রবণ হতে দেখা গিয়েছে মোদিকে।

[আরও পড়ুন: ফের দিল্লির হাসপাতালে বোমাতঙ্ক, যুদ্ধকালীন তৎপরতায় শুরু তল্লাশি অভিযান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement