Advertisement
Advertisement
Ramzan

‘সবার মঙ্গলের জন্য প্রার্থনা করছি’, রমজানের শুভেচ্ছা জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর

করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে পবিত্র এই মাস সাহায্য করবে বলেও আশাপ্রকাশ করেন।

Ramzan, the holy month of prayers, is being observed from friday

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:April 25, 2020 11:58 am
  • Updated:April 25, 2020 11:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona) আতঙ্কের জেরে হাহাকার করছে বিশ্ব। মৃত্যু এবং আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। সংক্রমণ রুখতে অন্য অনেক দেশের মতো লকডাউন চলছে ভারতেও। ফলে ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন বেশিরভাগ মানুষ। এদিকে শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে সরকারি নিয়ম মেনে বাড়ি থেকে তা পালন করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই উপলক্ষে সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি টুইট করেন, ‘রমজান মুবারক। আমি সবাইকার নিরাপত্তা, সুস্থতা ও মঙ্গলের জন্য প্রার্থনা করছি। পবিত্র এই মাস আমাদের আরও উদার, বন্ধুত্বপূর্ণ ও দয়াবান তৈরি করুক। আশা করি আমরা কোভিড-১৯ (COVID-19) -এর বিরুদ্ধে চলা এই যুদ্ধে জয়লাভ করে একটি স্বাস্থ্যকর গ্রহ তৈরি করব।’

[আরও পড়ুন: করোনা আতঙ্কে বাতিল কামাখ্যার অম্বুবাচী মেলা, যেতে নিষেধ পুণ্য়ার্থী, সাধুদের ]

ইসলাম ধর্ম অনুযায়ী, রমজান হল উপবাস ও প্রার্থনার পবিত্র মাস। চাঁদের অবস্থান অনুযায়ী প্রতিবছর এই মাসের শুরু ও শেষ নির্ধারিত হয়। এই বছর শুক্রবার থেকে পবিত্র রমজান মাসের শুরু হয়েছে।

[আরও পড়ুন: নজরে চিন, এক মাসেরও কম সময়ে অরুণাচলে সেতু তৈরি করল ভারত  ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement