হেমন্ত মৈথিল, বারাণসী: এক ১৯ বছরের তরুণীকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে। এই পরিস্থিতিতে বারাণসী এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর উদ্বেগ প্রকাশ করলেন। পাশাপাশি এই বিষয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন। ওই ধর্ষণে অভিযুক্ত ২৩ জনের মধ্যে রয়েছেন ১১ জন অজ্ঞাতপরিচয়। এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বারাণসীতে পৌঁছন মোদি। বিমানবন্দরে নেমেই তিনি পুলিশ কমিশনার, জেলা শাসক ও ডিভিশনাল কমিশনারের কাছে বিষয়টি নিয়ে বিস্তারিত বিবরণ চান। সেই সঙ্গে নির্দেশ দেন, এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোরতম পদক্ষেপ করার। ভবিষ্যতে এই ধরনের অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
গত ২৯ মার্চ ওই তরুণীকে এক বন্ধু হুকা বারে নিয়ে যায় বলে দাবি করেছে নির্যাতিতার পরিবার। এরপর ৪ এপ্রিল পুলিশে নিখোঁজ ডায়রি করে তারা। সেদিনই ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। কিন্তু পুলিশ কর্তার দাবি, সেই সময় কোনও যৌন নির্যাতনের অভিযোগ তোলা হয়নি। দু’দিন পরে ৬ এপ্রিল এফআইআর করা হয়। সেখানেই গণধর্ষণের অভিযোগ করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.