Advertisement
Advertisement

রাজনৈতিক দলগুলির উদ্দেশে এবার নয়া বার্তা মোদির

দীপাবলি মিলনে সাংবাদিকদের সামনেই বার্তা।

PM Modi emphasizes on internal democracy of political parties
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 28, 2017 12:21 pm
  • Updated:October 28, 2017 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির মরশুম ফুরিয়েছে। তবে আনন্দের রেশ কাটেনি। আর তাই দীপাবলি মিলনের আয়োজন বিজেপির। যেখানে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংবাদিকদের সঙ্গে দেখা করেন তিনি। কথা বলেন বিভিন্ন প্রসঙ্গে। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যেও বিশেষ বার্তা দেন।

ডিজিটাল হচ্ছে ভারত? তিন মাসে বন্ধ ৩৫৮টি এটিএম ]

Advertisement

এদিন সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন মোদি। জানান, স্বচ্ছ ভারত মিশন যে দেশে সাফল্য পেয়েছে, তাতে সাংবাদিকদের বড় ভূমিকা আছে। এখন আর নেতাদের সঙ্গে সাংবাদিকদের নিয়মিত যোগযোগ হয় না, অভিযোগ ছিল সাংবাদিকমহলের একাংশ। এদিন তা প্রশমনের রাস্তায় হাঁটেন মোদি। জানান, এ অভিযোগ যে আছে তা তিনি জানেন। একটা সময় ছিল, যখন তাঁরা বলার জন্য অপেক্ষা করতেন, কিন্তু সাংবাদিকরা আসতে পারতেন না। এখন সময় বদলেছে। পরিস্থিতি বদলে গিয়েছে। ফলে যোগাযোগের পরিসরটা একটু কমেছে তা স্বীকারই করে নেন মোদি। তবে তা যে বাঞ্ছনীয় নয়, সে কথাও আক্ষেপ প্রকাশ করে খোলসা করে দিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে রাজনৈতিক নেতাদের সম্পর্ক নিয়ে এদিন গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন মোদি।

তাৎপর্যপূর্ণভাবে এদিন মোদি বলেন প্রত্যেক রাজনৈতিক দলের অন্দরের গণতন্ত্রের বাতাবরণ থাকা জরুরি। রাজনৈতিক দলের নিয়োগ প্রক্রিয়াতেও স্বচ্ছতা থাকা জরুরি বলে মনে করেন মোদি। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলির অর্থ জোগান বা ফান্ডিংয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা জরুরি। এবং এই প্রতিটি ক্ষেত্রেই পরিপূরক ভূমিকা নিতে পারে গণমাধ্যম। সংক্ষিপ্ত বক্তৃতার শেষেই অতি গুরুত্বপূর্ণ কথাটি বলেন মোদি। জানান, সরকার ও গণমাধ্যম একে অন্যের উপর দোষারোপ করে চলবে। কিন্তু দিনের শেষে তারা একসঙ্গেই কাজ করবে। এভাবেই গণমাধ্যমের সঙ্গে বিজেপির সম্পর্কের বাঁধনটা দৃঢ় করে দিলেন মোদি।

[ ‘হিন্দুস্তান হিন্দুদেরই, তবে সেখানে সকলেরই জায়গা আছে’ ]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement