সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে দেশে করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যেভাবে পর্যটকদের ভিড় বাড়ছে তা দেখে আতঙ্কিত স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আগেও তিনি এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। মঙ্গলবার আবারও সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানালেন মোদি। তাঁর আরজি, ‘‘আমরা সবাই মিলে চেষ্টা করলে তবেই তৃতীয় ঢেউকে (Third wave) আটকাতে পারব।’’
বিভিন্ন জায়গায় যেভাবে বেপরোয়া ভিড় দেখা যাচ্ছে, তার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘পরিস্থিতি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। ‘কবে তৃতীয় ঢেউ আসবে’ কিংবা ‘অতিমারী ফের ভয়াবহ হয়ে ওঠার আগে ঘুরে বেড়ানো যাক’ এই ধরনের ভাবনাচিন্তা থেকে সরে আসতে হবে। বিভিন্ন পাহাড়ি এলাকা ও অন্যান্য ট্যুরিস্ট স্পটে যেভাবে মানুষ ভিড় জমাচ্ছেন তা দেখে আমি উদ্বিগ্ন। আমরা এই পরিস্থিতিতে এইভাবে অসতর্ক হতে পারি না।’’
যেভাবে মানুষ মাস্ক না পরে ভিড় জমাচ্ছে বিভিন্ন হিল স্টেশন কিংবা বাজারে, তার সমালোচনা করে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, ‘‘ভাইরাস কিন্তু খুবই স্মার্ট এবং দ্রুত চেহারা বদলায়।’’ পাশাপাশি দেশে ফের সংক্রমণ বাড়ছে, একথার উল্লেখও করেন তিনি। তাঁর কথায়, ‘‘আবারও কোভিড সংক্রমণ বাড়ছে।
পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে আমাদের কড়া হতেই হবে। এবং সেটা একেবারে ক্ষুদ্র স্তর থেকে। করোনার স্ট্রোনগুলির দিকেও আমাদের নজর রাখতে হবে। বিশেষজ্ঞরা এই নিয়ে গবেষণা করছেন। মানুষ যাতে কোভিড বিধি মেনে চলেন তা আমাদের খেয়াল রাখতে হবে।’’
মঙ্গলবার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি ভারচুয়াল বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। আলোচনা করেন রাজ্যগুলির করোনা পরিস্থিতি নিয়ে। বৈঠকে যোগ দেন অসম, নাগাল্যান্ড, সিকিম, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ মিজোরামের মুখ্যমন্ত্রীরা। বৈঠকের পরই এই মন্তব্যগুলি করেছেন তিনি। করোনাকে সামলাতে ‘৩-টি’ দাওয়াইয়ের উপরেই জোর দিয়েছেন তিনি। অর্থাৎ ‘টেস্ট-ট্র্যাক-ট্রিট’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.