Advertisement
Advertisement

Breaking News

Modi

ফোনে কথা মোদি-মাস্কের! কী নিয়ে কথা হল দু’জনের?

গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে বৈঠক হয়েছিল তাঁদের।

PM Modi dials Elon Musk, shares details of conversation on X
Published by: Biswadip Dey
  • Posted:April 18, 2025 4:14 pm
  • Updated:April 18, 2025 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেসলা ও স্পেসএক্সের সিইও মার্কিন ধনকুবের এলন মাস্কের সঙ্গে ফোনে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মোদি এক্স হ্যান্ডলে এমনটাই জানিয়েছেন। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী আমেরিকা সফরের সময় ওয়াশিংটনে বৈঠক হয়েছিল দু’জনের। কথা হয়েছিল নানা বিষয়ে। এদিনও বিবিধ বিষয়ে কথা বলেছেন তাঁরা।

মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এলন মাস্কের সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি আমার। এর মধ্যে এই বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমাদের বৈঠকে আলোচিত বিষয়গুলিও রয়েছে। আমরা প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার বিরাট সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। ভারত এই ক্ষেত্রগুলিতে আমেরিকার সাথে অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Advertisement

গত ফেব্রুয়ারিতে দু’জনের বৈঠকে উঠে এসেছিল মহাকাশ, প্রযুক্তি, আবিষ্কারের মতো নানা দিক। সেবার এক্স হ্যান্ডলে লিখতে গিয়ে মোদি লেখেন, ‘ওয়াশিংটনে এলন মাস্কের সঙ্গে অত্যন্ত চমৎকার একটি বৈঠক হয়েছে। নানা বিষয়ে কথা হয়েছে আমাদের। এর মধ্যে যেগুলি সম্পর্কে ওঁর প্যাশন রয়েছে, যেমন মহাকাশ, প্রযুক্তি, আবিষ্কার। আমি কথা বললাম ‘ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন’ প্রতিষ্ঠায় ভারতের প্রচেষ্টা সম্পর্কে।’

প্রসঙ্গত, শিগগিরি টেসলা এদেশের ইলেকট্রিক গাড়ির বাজারে প্রবেশ করতে চলেছে। তার আগে শুক্রবারের এই কথোপকথনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে সেই সময়ই এই বিষয়ে আপত্তি করেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাক্ষাৎকার দেন এলন মাস্ক। সেখানে ভারতে ইলেকট্রিক গাড়ি নির্মাণ কারখানা স্থাপন এবং কর্মী নিয়োগের কথা জানান মাস্ক। যা নিয়ে কার্যত আপত্তি জানাতে দেখা গিয়েছিল ট্রাম্পকে। এবার মোদির সঙ্গে মাস্কের বৈঠকের পর এই বিষয়ে নতুন কোনও দিক উঠে আসে কিনা সেদিকেই তাকিয়ে থাকবে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub