ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাহুল গান্ধীকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ‘যুবরাজ’ বলে তোপ দেগে মোদি বলেন, ”ওঁরা দেশটা শাসন করেছেন ৬০ বছর। কিন্তু ১০ বছর ক্ষমতার বাইরে থাকতেই দেশে আগুন লাগানোর কথা বলছেন।” কদিন আগেই রাহুল বলেছিলেন, বিজেপি যদি ফের ক্ষমতায় আসে, তাহলে সারা দেশে আগুন জ্বলবে। তাঁর মন্তব্যেরই ‘পালটা’ দিলেন প্রধানমন্ত্রী।
উত্তরাখণ্ডের রুদ্রপুরে এক জনসভায় এদিন মোদি প্রশ্ন তোলেন, রাহুল (Rahul Gandhi) যা বলেছেন তা কী করে ‘গণতন্ত্রের ভাষা’ হতে পারে। তাঁর আহ্বান, ”বেছে বেছে সাফ করে দিন, এবার এঁদের ময়দানে থাকতেই দেবেন না।” ‘এমার্জেন্সি’র আমল তুলে কংগ্রেসকে খোঁচা মেরে মোদির মন্তব্য, ”কংগ্রেস আর গণতন্ত্রে বিশ্বাস করে না। আর সেই কারণেই ওরা মানুষকে খোঁচা দিচ্ছে।”
গত রবিবারই রামলীলা ময়দানে রাহুলকে বলতে শোনা যায়, ”ইভিএম ছাড়া, ম্যাক্স ফিক্সিং ছাড়া, সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমকে চাপ দেওয়া ছাড়া বিজেপি ১৮০টা আসনও পাবে না। আর যদি এই গড়াপেটা নির্বাচনে (Lok Sabha ELection) বিজেপি জিতে যায় ওরা সংবিধান বদলে ফেলবে। গোটা দেশে আগুন জ্বলবে। আমার কথা মিলিয়ে নেবেন। দেশ আর থাকবে না।” মঙ্গলবার কংগ্রেস নেতার এই মন্তব্যের ‘জবাব’ খোঁচা দিলেন প্রধানমন্ত্রী।
সেই সঙ্গেই মোদির জবাব, তিনি কোনও ধরনের হুমকিতে ভয় পান না। এবং সম্ভব হলে প্রতিটি দুর্নীতিপরায়ণ মানুষের বিরুদ্ধে পদক্ষেপ করবেন। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ”আমাদের তৃতীয় বারের শুরুতেই দুর্নীতির উপরে বড় হানা হতে চলেছে। আমি গ্যারান্টি দিচ্ছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.