ফাইল চিত্র।
সংবদা প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আজ মঙ্গলবার টেলিফোনে কথা বললেন প্রতিবেশী দেশ ভুটানের (Bhutan) প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের (Lotay Tshering) সঙ্গে। করোনা (Corona Virus) অতিমারীর সময় দুই বন্ধু দেশ যে ভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে, তাতে দুই প্রধানমন্ত্রী পরস্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভুটানের প্রধানমন্ত্রী ভারত সরকার এবং জনগণের পাশে থাকার বার্তা দেন। সেই সঙ্গে করোনায় ভারত যে ভাবে লড়ছে তার প্রশংসা করেন শেরিং।পাশাপাশি ভুটানের মানুষ এবং সরকার যে ভাবে এই বিপদের দিনে ভারতের পাশে দাঁড়িয়েছে, তার জন্যও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেরিংয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুকের নেতৃত্বে ভুটান যেভাবে করোনার অতিমারীর মোকাবিলা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারও প্রশংসা করেন। আজ ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) থেকে এক বিবৃতিতে দুই প্রধানমন্ত্রীর বার্তালাপের কথা জানানো হয়েছে।
Prime Minister Dr Lotay Tshering in a phone conversation with Prime Minister @narendramodi this morning said the spirit and resilience demonstrated through the years indicate that India will emerge from the pandemic sooner and stronger.https://t.co/8QbsU5fDfK pic.twitter.com/ussmYYQlxO
— PM Bhutan (@PMBhutan) May 11, 2021
ভারত-ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্ব এই করোনা কালে পারস্পরিক সহযোগিতার হাত ধরে আরও দৃঢ় হয়েছে বলে দুই প্রধানমন্ত্রীই মত প্রকাশ করেন।
২০১৪ সালের প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে প্রথম বিদেশ সফরে থিম্পু গিয়েছিলেন নরেন্দ্র মোদি। ভুটানের মতো একটি ছোট অথচ ভূরাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ দেশকে যে পাশে রাখা দরকার তা তাঁর পদক্ষেপে বুঝিয়ে দিলেছিলেন তিনি। এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত যখন কার্যত বিপর্যস্ত তখন সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভুটান। এর আগে ভারতও ভুটানের পাশে থেকেছে সব সময়। দুই প্রধানমন্ত্রীর কথাতেই সেই কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.