সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেওয়াল লিখন স্পষ্টই ছিল। শুধু বিশ্বমঞ্চে আনু্ষ্ঠানিক ঘোষণা ছিল বাকি। সোমবার সকালে সেটাও পূরণ হয়ে গেল। ইতিহাস গড়ে অস্কারের (OSCAR 2023)মঞ্চে ছড়িয়ে পড়ল ভারতের এক আঞ্চলিক গানের সুর। সেরা ‘অরিজিনাল সং’য়ের শিরোপা জিতল দক্ষিণী ছবি RRR-এর বহু জনপ্রিয় গান ‘নাতু নাতু’ (Natu Natu)! আর এই জয়ে উচ্ছ্বসিত গোটা ভারত। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে অস্কার জয়ের উদযাপন। টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। আর তিন লাইনের সেই টুইটেই প্রকাশ পেয়েছে তাঁর আন্তরিক আবেগ।
ব্যতিক্রমী তো বটেই! সেই কবে ‘স্লামডগ মিলিওনিয়র’ ছবি অস্কারের মঞ্চে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিল। মাঝের কয়েকটা বছর খরায় কেটেছে। অনেক সম্ভাবনা তৈরি হলেও শেষমেশ ফিরতে হয়েছে খালি হাতে। কিন্তু ২০২৩এ, ৯৫ তম অস্কার মঞ্চে ভারতকে ফেরাতে পারেনি। সবাইকে পিছনে ফেলে ‘বেস্ট অরিজিনাল সং’ (Best Original Song) হিসেবে বিশ্বে নিজের পরিচিতি আদায় করে নিল এম এম কিরাবাণীর তৈরি ‘নাতু নাতু’ গানটি। আর সেই ব্যতিক্রমী ঘটনাকেই উদযাপন করেছেন মোদি।
প্রধানমন্ত্রীর টুইট, ”ব্যতিক্রম! ‘নাতু নাতু’ গানটির জনপ্রিয়তা এবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। এটা এমন একটা গান, যা বহু বহু বছর ধরে মানুষের মনে থেকে যাবে। এমএম কিরাবাণী এবং গোটা টিমকে অভিনন্দন এত বড় সম্মাণীয় পুরস্কার জেতার জন্য।”
Exceptional!
The popularity of ‘Naatu Naatu’ is global. It will be a song that will be remembered for years to come. Congratulations to @mmkeeravaani, @boselyricist and the entire team for this prestigious honour.
India is elated and proud. #Oscars https://t.co/cANG5wHROt
— Narendra Modi (@narendramodi) March 13, 2023
এছাড়া ‘বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম’-এর শিরোপা প্রাপ্ত ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whisperers)কেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই ছবিটি তৈরি করেছেন ভারতীয় বংশোদ্ভূত কার্তিকী গঞ্জালভেস। সে অর্থে এই পুরস্কারও ভারতেরই ঝুলিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.