Advertisement
Advertisement
PM Modi

‘উত্তর-পূর্বের রাজ্য, গোয়ার মতো কেরলেও ক্ষমতা দখল করবে বিজেপি’, বার্তা ‘আত্মবিশ্বাসী’ মোদির

কড়া নিরাপত্তায় পদযাত্রা মোদির।

PM Modi confident to grab power in Kerala
Published by: Paramita Paul
  • Posted:April 24, 2023 8:55 pm
  • Updated:April 24, 2023 8:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্বের রাজ্যগুলি যেভাবে বিজেপিকে গ্রহণ করেছে, গোয়ায় যেভাবে বিজেপি কাজ করছে, সেভাবে কেরলও একদিন ভারতীয় জনতা দলকে গ্রহণ করবে। কেরলেও ক্ষমতায় আসবে গেরুয়া শিবির। আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সোমবার কেরলে রোড শোয়ের পাশাপাশি যুব সমাজের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মোদি। সেই সভা থেকে বার্তা দেন তিনি।

দু’দিনের সফরে এদিন বিকেলে কেরলের কোচির নৌসেনা ঘাঁটিতে বিমান থেকে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ‘যুবম ২০২৩’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। তার আগে হেঁটে একটি রোড শো করেন প্রধানমন্ত্রী। মোদিকে দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ। সাধারণত হুডখোলা গাড়িতে রোড শো করেন প্রধানমন্ত্রী। এদিন সেই চেনা ছক ভেঙে প্রায় ১৫ মিনিট পদযাত্রা করেন। তাঁর পরনে ছিল কেরলের ঐতিহ্যবাহী পোশাক ‘মান্ডু’। তারপর এসইউভি চড়ে বেরিয়ে যান। তবে প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিশ্ছিদ্র ব্যবস্থা করা হয়েছিল। মোতায়েন ছিল প্রচুর পুলিশ। উল্লেখ্য, কেরলে আসার আগে আত্মঘাতী বিস্ফোরণে প্রধানমন্ত্রীকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সে কথা মাথায় রেখেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এদিন।

Advertisement

[আরও পড়ুন: ‘রক্তপাতহীন ভোটের জন্য চাই ভাল প্রার্থী’, জনসংযোগ কর্মসূচির শুরুতেই বার্তা অভিষেকের]

পদযাত্রা থেকে প্রাক্তন কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, আগের সরকারের প্রতি ক্ষেত্রে দুর্নীতির আখড়া ছিল। সেখানে বিজেপি প্রতিটি ক্ষেত্রে যুব সমাজকে সুযোগ দিচ্ছে। এরপর যুবম ২০২৩ অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বার্তা, ” উত্তর-পূর্বের রাজ্যগুলি যেভাবে বিজেপিকে গ্রহণ করেছে, গোয়ায় যেভাবে বিজেপি কাজ করছে, সেভাবে কেরলও একদিন ভারতীয় জনতা দলকে গ্রহণ করবে। কেরলেও ক্ষমতায় আসবে গেরুয়া শিবির।”

 

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই কেরলে নজর দিয়েছে বিজেপি। একদিকে সে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে জোর দিয়েছে, তেমনই দলীয় সংগঠন মজবুত করছে গেরুয়া শিবির। এদিন প্রধানমন্ত্রীর রোড শো আদপে গেরুয়া শিবিরের ক্ষমতা প্রদর্শন ছিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: সাক্ষাৎকার দিয়ে ‘সুপ্রিম’ নজরে বিচারপতি গঙ্গোপাধ্যায়, আইনের ঊর্ধ্বে কেউ নয়, দাবি অভিষেকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement