সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের দরবারে ফের উজ্জ্বল হল বাংলার মুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই ছিলেন। এবার টাইম ম্যাগাজিনের বিচারে ২০২১ সালে গোটা বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ ভারতীয় হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছেন সিরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনাওয়ালাও৷ বুধবারই এই তালিকা প্রকাশ করা হয়েছে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে৷
সারা বিশ্বে যাঁদের কাজ প্রভাব ফেলেছে এরকম ব্যক্তিদেরই স্বীকৃতি দেয় টাইম ম্যাগাজিন। বিশ্বসেরার এই তালিকার জন্য বছরভর অপেক্ষা থাকে। এদিন সেই তালিকাই প্রকাশ করা হয়েছে। যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং মেগান, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গেই একই সারিতে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিঃসন্দেহে গোটা বাংলার কাছে গর্বের। কারণ গোটা বিশ্বের অন্যতম প্রভাবশালী ১০০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন ‘বাংলার মেয়ে’।
Introducing the 2021 #TIME100 featuring the 100 most influential people of the year https://t.co/NEApPrOrN0
— TIME (@TIME) September 15, 2021
নেতা, শিল্পী এরকম আলাদা আলাদা বিভাগে বেছে নেওয়া হয়েছে সেরা ব্যক্তিত্বদের। সেখানে নেতাদের তালিকায় উজ্জ্বল উপস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর সঙ্গেই রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। টাইম ম্যাগাজিনের এই তালিকায় যাঁরা স্থান পেয়েছেন, তাঁদের প্রত্যেকের বর্ণনা দিয়ে একটি করে প্রচ্ছদও প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন৷
ওই প্রচ্ছদে বাংলার মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক বরখা দত্ত। তিনি লিখেছেন, “পায়ে চিরপরিচিত রাবারের হাওয়াই চটি এবং সাদা শাড়ি পরিহিতা মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভারতের রাজনীতির নির্ভীক মুখ। ২ মে, বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসার পাশাপাশি বিস্তারবাদে বিশ্বাসী এবং এককথায় অপরাজেয় প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের শাসক দল বিজেপির লোকবল এবং অর্থবলের বিরুদ্ধে একা দূর্গ হয়ে দাঁড়িয়েছিলেন। ভারতীয় রাজনীতিতে অন্যান্য অনেক মহিলা নেত্রীদের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও কারওর স্ত্রী, মা, মেয়ে কিংবা সঙ্গী হিসেবে পরিচয় করাতে হয়নি। নিজের সংগ্রামী জীবনে পরিবারকে সামলাতে দুধ বিক্রি থেকে শুরু করে স্টেনোগ্রাফারের কাজও করেছেন তিনি। মমতা ব্যানার্জির ক্ষেত্রে বলা হয়, তিনি দলকে নেতৃত্ব দেন না, তৃণমূল কংগ্রেসে তিনিই দল। পুরুষতান্ত্রিক সমাজে তাঁর লড়াকু মানসিকতা এবং নিজের হাতে গড়া জীবনই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। জাতীয় স্তরে মোদিকে হারাতে যদি কোনও জোট বাঁধতে হয়, তাহলে মমতাই তাঁর প্রধান মুখ। “
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.