সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে মাতোয়ারা গোটা দেশ। উৎসবের আমেজে আট থেকে আশি। দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এক্স হ্যান্ডেলে সকলের সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করলেন। এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) টুইট করে শুভেচ্ছাবার্তা জানান।
देश के अपने सभी परिवारजनों को दीपावली की ढेरों शुभकामनाएं।
Wishing everyone a Happy Diwali! May this special festival bring joy, prosperity and wonderful health to everyone’s lives.
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
বরাবরের মতো এবারও ভারতীয় সেনার সঙ্গে দিওয়ালি পালন করছেন মোদি। হিমাচলের লেপচায় রয়েছেন তিনি। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। বিশেষ উৎসব সবার জীবনে আনুক আনন্দ, সমৃদ্ধি। সবাই সুস্বাস্থ্যের অধিকারী হোক।” অন্যদিকে এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি আলাদা পোস্টে কালীপুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর পোস্ট করা কালীপুজোর পোস্টে লেখা হয়েছে- “সকলকে কালীপুজোর আন্তরিক অভিনন্দন।” অন্যদিকে দীপাবলির শুভেচ্ছাবার্তা ইংরেজি এবং হিন্দিতে- “দীপের আলোয় আপনার জীবন আলোকিত ও আনন্দময় হোক।”
— Mamata Banerjee (@MamataOfficial) November 12, 2023
টুইটারে দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সমস্ত দেশবাসীকে আলোর উৎসব দীপাবলির আন্তরিক শুভকামনা। এই দীপোৎসব সবার জীবন নতুন আলো, সুখ, সুস্বাস্থ্য আনুক।”
— Mamata Banerjee (@MamataOfficial) November 12, 2023
समस्त देशवासियों को प्रकाश के महापर्व दीपावली की हार्दिक शुभकामनाएँ।
यह दीपोत्सव आप सभी के जीवन में नया प्रकाश, खुशियाँ और उत्तम स्वास्थ्य लेकर आये। pic.twitter.com/8gOHrUeqKi
— Amit Shah (@AmitShah) November 12, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.