Advertisement
Advertisement

Breaking News

Diwali

‘উৎসব সবার জীবনে আনুক আনন্দ, সমৃদ্ধি’, দীপাবলিতে বার্তা মোদির, শুভেচ্ছা মমতারও

দিওয়ালিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন অমিত শাহ।

PM Modi, CM Mamata Banerjee and Amit Shah wishes Diwali | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 12, 2023 12:50 pm
  • Updated:November 12, 2023 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে মাতোয়ারা গোটা দেশ। উৎসবের আমেজে আট থেকে আশি। দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এক্স হ্যান্ডেলে সকলের সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করলেন। এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) টুইট করে শুভেচ্ছাবার্তা জানান।

বরাবরের মতো এবারও ভারতীয় সেনার সঙ্গে দিওয়ালি পালন করছেন মোদি। হিমাচলের লেপচায় রয়েছেন তিনি। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। বিশেষ উৎসব সবার জীবনে আনুক আনন্দ, সমৃদ্ধি। সবাই সুস্বাস্থ্যের অধিকারী হোক।” অন্যদিকে এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি আলাদা পোস্টে কালীপুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর পোস্ট করা কালীপুজোর পোস্টে লেখা হয়েছে- “সকলকে কালীপুজোর আন্তরিক অভিনন্দন।” অন্যদিকে দীপাবলির শুভেচ্ছাবার্তা ইংরেজি এবং হিন্দিতে- “দীপের আলোয় আপনার জীবন আলোকিত ও আনন্দময় হোক।”

 

[আরও পড়ুন: প্রায় সাড়ে এগারো কোটি নাগরিকের প্যান কার্ড বাতিল করল কেন্দ্র, আপনারটা নেই তো?]

টুইটারে দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সমস্ত দেশবাসীকে আলোর উৎসব দীপাবলির আন্তরিক শুভকামনা। এই দীপোৎসব সবার জীবন নতুন আলো, সুখ, সুস্বাস্থ্য আনুক।”

 

[আরও পড়ুন: যুদ্ধের নিষ্ঠুর ছবি গাজায়, অন্ধকার হাসপাতালে মৃত্যুর মুখে ৪৫ শিশু!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement