Advertisement
Advertisement

Breaking News

PM Narendra Modi

১২ দিনে দেশে ২০ লক্ষের বেশি টিকাকরণ, আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বের কাছে 'জীবনদায়ী' ভূমিকা পালন করছে ভারত, মত প্রধানমন্ত্রীর।

PM Modi claims In just 12 days India has vaccinated more than 2.3 million | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 28, 2021 6:39 pm
  • Updated:January 29, 2021 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড পরিস্থিতিতে গোটা বিশ্বে নজির গড়েছে ভারত। এখনও বিশ্বের বিভিন্নপ্রান্তে ভ্যাকসিন পৌঁছে দিয়ে লক্ষ-লক্ষ মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব নিয়েছে এ দেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সামিটে ভারতের  সেই ‘জীবনদায়ী’ ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একইসঙ্গে তুলে ধরলেন দেশে টিকাকরণের (Vaccination) সাফল্যগাথা-ও।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “গত ১২ দিনে ভারতে ২০ লক্ষ ৩০ হাজার জনের টিকাকরণ হয়েছে।” আগামী কয়েক মাসের মধ্যে দেশের ৩০ কোটি বয়স্ক মানুষেরও টিকাকরণও সেরে ফেলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এদিন সন্ধেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র ১৩ দিনে দেশে ২৫ লক্ষ মানুষের টিকাকরণ সম্ভব হয়েছে।

Advertisement

[আরও পড়ুন : কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদ, সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কট তৃণমূল-সহ ১৬ বিরোধী দলের]

এদিকে এদিন দাভোস সম্মেলনে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ইতিমধ্যে দুটি স্বদেশি ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। আরও কয়েকটি করোনা টিকা এ দেশে ছাড়পত্র পাবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এ প্রসঙ্গে বলতে গিয়েই দেশের আত্মনির্ভর হওয়ার কথা তুলে ধরেছেন মোদি।

প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন, “করোনাকালে একাধিক বিপত্তিকে জয় করেছে ভারত। আত্মনির্ভর অভিযানের মাধ্যমে অর্থনৈতির সংস্কারের পথে হেঁটেছে দেশ।” এ দেশের সংস্কার অনেকের কাছেই উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তাঁর কথায়, “মহামারী আবহে বিশ্বের বহু মানুষের প্রাণদান করেছে ভারত। বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে করোনার ভ্যাকসিন।১৫০ দেশকে সাহায্য করেছে ভারত। তৈরি করা হয়েছে টিকাকরণের পরিকাঠামো।” এই সমস্ত সাফল্যের কথা এদিন আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement