Advertisement
Advertisement

Breaking News

PM Modi

জি-২০ বৈঠকের আঁচ সোশ্যাল মিডিয়ায়, বড় বদল প্রধানমন্ত্রীর X প্রোফাইলে

কী ছবি দেখাচ্ছে মোদির প্রোফাইলে?

PM Modi changes his X profile picture to Bharat Mandapam complex | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 8, 2023 4:34 pm
  • Updated:September 8, 2023 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ সম্মেলনে (G20 Summit) বিদেশি রাষ্ট্রনেতাদের স্বাগত জানাতে তৈরি হয়েছে ২৮ ফুট লম্বা নটরাজের মূর্তি। এবার সেই মূর্তির ছবিটিই এক্স-এ নিজের প্রোফাইল পিকচার বানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার থেকে শুরু হবে জি-২০ সম্মেলন। ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছেন বেশ কয়েকজন রাষ্ট্রনেতা। শুক্রবার থেকেই বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকও শুরু করবেন প্রধানমন্ত্রী।

দিল্লির ভারত মণ্ডপমে সম্মেলনে যোগ দেবেন নানা দেশের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীরা। সেই ভবনের সামনেই বসানো হয়েছে বিশাল নটরাজ মূর্তি। ২৮ ফুট লম্বা মূর্তিটি ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে। তবে দিল্লির প্রগতি ময়দানে অবস্থিত এই ভারত মণ্ডপম কমপ্লেক্সটির উদ্বোধন হয়েছিল আগেই। চলতি বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী এই কমপ্লেক্সের উদ্বোধন করেন। তবে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চলছিল নটরাজ মূর্তির কাজ। মনে করা হচ্ছে, এই মূর্তিটিই বিশ্বের দীর্ঘতম নটরাজ মূর্তি।

Advertisement

[আরও পড়ুন: G-20: দেশে ‘খর্ব’ মৌলিক স্বাধীনতা, মার্কিন চাপে পড়বেন মোদি?]

শুক্রবার দুপুর নাগাদ দেখা যায়, এক্স (পূর্বতন টুইটার)-এ নিজের প্রোফাইল পিকচার পালটে ফেলেছেন মোদি। ভারত মণ্ডপম ও নটরাজ মূর্তিতে সেজে ওঠা এলাকার ছবিই প্রোফাইল পিকচারে বসান তিনি। এর আগে প্রোফাইল পিকচারে নিজের ছবিই রেখেছিলেন প্রধানমন্ত্রী। লোকসভা ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ছবিটি ছিল তাঁর প্রোফাইল পিকচার।

জানা গিয়েছে, ১৮ জন কর্মী কাজ করছেন নটরাজের মূর্তি স্থাপনের কাজে। তামিলনাড়ুর শিল্পী এস দেবসেনাথিপ্যাথির নেতৃত্বে তৈরি হয়েছে ১৯ টন ওজনের মূর্তিটি। এছাড়াও অভ্যাগতদের স্বাগত জানাবে এআই নির্মিত অবতারও। ‘মাদার অফ ডেমোক্র্যাসি’ নামের এক প্রদর্শনী চলবে ভারত মণ্ডপমে। সেখানে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। একেবারে বৈদিক আমল থেকে আধুনিক যুগ, সবটাই ধরা থাকবে ওই প্রদর্শনীতে। ১৬টি ভাষা ব্যবহৃত হবে প্রদর্শনীর অডিওয়। এর মধ্যে ইংরেজি ছাড়াও রয়েছে ফরাসি, ইটালিয়ান, কোরিয়ান ও জাপানি প্রভৃতি।

[আরও পড়ুন: ড্রোন থেকে 5G, মোদি-বাইডেন হাইভোল্টেজ বৈঠকে থাকছে আর কী চমক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement