Advertisement
Advertisement

Breaking News

এবার স্কুলের পাঠ্যবইয়ে নরেন্দ্র মোদির ছবি! তীব্র আপত্তি বিরোধীদের

বইগুলি কেনা হয়েছে সর্বশিক্ষা অভিযান প্রকল্পের টাকায়৷

PM Modi, Chacha Chaudhary appear together on Maharashtra school books
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2018 12:16 pm
  • Updated:August 21, 2018 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবইয়ে পড়ানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে৷ মহারাষ্ট্র স্কুল শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তে শুরু হয়েছে তীব্র বিতর্ক৷ সরকারি টাকায় নিজেদের প্রচার করছে বিজেপি, অভিযোগ এনে শাসকদলকে তীব্র আক্রমণ করলেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে৷ মহাত্মা গান্ধীর ছবির পরিবর্তে মোদির ছবি কেন, প্রশ্ন শরদ-কন্যার৷

[রাজধানী এক্সপ্রেসে পাথর ছুড়ল দুষ্কৃতীরা, আহত ৬ যাত্রী]

মাস ছয়েক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে চলেছেন নরেন্দ্র মোদি৷ মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ছত্রপতি শিবাজীদের সঙ্গে প্রধানমন্ত্রীকে একই আসনে বসানোর সিদ্ধান্ত নিয়েছিল দেবেন্দ্র ফড়নবীশ সরকার৷ সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজও শুরু হয়ে গেল৷ মহারাষ্ট্রে স্কুল শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়ে গেলেন নরেন্দ্র মোদি এবং তাঁর পরিচ্ছন্নতার উদ্যোগ৷

Advertisement

DeTeCHdV4AE1WZb

[মমতার সায় ছাড়া বাংলাদেশের সঙ্গে জলচুক্তি চায় না কেন্দ্র, বললেন সুষমা]

মহারাষ্ট্র স্কুল শিক্ষা দপ্তর ‘চাচা চৌধুরী এবং নরেন্দ্র মোদি’ নামের একটি নতুন পাঠ্যবই চালু করেছে৷ মূলত ছবি নির্ভর এই বইটিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে কেন্দ্র সরকার কী কী উদ্যোগ নিয়েছে তা পড়ানো হবে৷ বইটির ভিতরে তো বটেই প্রচ্ছদেও বড় করে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি৷ বিরোধীদের অভিযোগ, ‘পরিচ্ছন্নতা সম্পর্কে শিক্ষা দিতে নয় আসলে এই বই পড়িয়ে ছাত্র সমাজের মধ্যে নিজেদের রাজনৈতিক আদর্শ প্রচার করতে চাইছে বিজেপি৷’ যদিও, মধ্যশিক্ষা পর্ষদের দাবি, বইটি পড়া বাধ্যতামূলক নয়, এটি ঐচ্ছিক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ পড়ুয়ারা চাইলে নাও পড়তে পারে এই বই৷ তবে পড়ুয়াদের মধ্যে এই বই বিতরণ করা নিয়েই আপত্তি রয়েছে বিরোধীদের৷

[মহিলাদের সুরক্ষায় বিশেষ পদক্ষেপ, মুম্বইজুড়ে নজরদারি চালাবে ড্রোন]

বইগুলি কেনা হয়েছে কেন্দ্র সরকারের চালু করা সর্বশিক্ষা অভিযান প্রকল্পের টাকায়৷ প্রকল্পের অধীনে মোট ৪৯ লক্ষ ৪২ হাজার টাকা খরচ করা হয়েছে ‘চাচা চৌধুরী এবং নরেন্দ্র মোদি’ নামের বইটি কিনতে৷ এনসিপি সাংসদ সুপ্রিয়া স্যুলের অভিযোগ ‘সরকারি প্রকল্পের টাকা খরচ করে আত্মপ্রচারে মগ্ন হয়েছে মোদি সরকার৷ অন্য স্বশাসিত প্রতিষ্ঠানগুলির মত শিক্ষাঙ্গনকেও রাজনীতির আওতায় আনার চেষ্টা চলছে৷’ সুপ্রিয়ার আরও দাবি, ‘এর আগে কোনও সরকারই প্রাথমিক শিক্ষার মধ্য রাজনীতি আনার মত ঘৃণ্য চেষ্টা করেনি৷’ সরকারের এই প্রচেষ্টাকে দুর্ভাগ্যজনক বলেও মনে করছেন এনসিপি সাংসদ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement