সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের দিওয়ালি দেশের নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় ভারতীয় জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী। দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় জওয়ানদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের মনোবল বাড়ানোই মোদির উদ্দেশ্য। দেশ এবং দেশবাসী যে সেনার পাশে রয়েছে, সে কথাও আরও একবার মনে করিয়ে দেন তিনি। বার্তা দিলেন, ‘সেনার কাছ থেকেই শক্তি পাই আমি। আপনারাই আমার পরিবার। ‘
If we all take a resolution&work on it, then 125 cr Indians will bring India ahead by 125 cr steps by 2022, 75th yr of Independence: PM Modi pic.twitter.com/NSnxBQwgAM
— ANI (@ANI) October 19, 2017
বৃহস্পতিবার জওয়ানদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘দেশের ১২৫ কোটি মানুষ যদি প্রতিজ্ঞা করেন ও একসঙ্গে কাজ শুরু করেন, তাহলে ২০২২-এর মধ্যে আমাদের দেশ ১২৫ কোটি পা এগিয়ে যাবে।’ দেশের সশস্ত্র বাহিনীর উন্নতির জন্য কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী। সেনাকর্মীদের আশ্বাস দেন, সশস্ত্র বাহিনীতে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর প্রত্যেক অবসরপ্রাপ্ত জওয়ান যোগাসন প্রশিক্ষক হতে পারেন।
PM Modi said Union Govt is committed to welfare& betterment of Armed Forces, in every way possible; he also mentioned implementation of OROP pic.twitter.com/nCj73XHe85
— ANI (@ANI) October 19, 2017
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, এদিন গুরেজ সেক্টরে ১৫ কর্পস ট্রুপের সঙ্গে অনেকটা সময় কাটান মোদি। এবছরই প্রথম নয়, গতবছরও আলোর এই উৎসবে একান্তে সময় কাটিয়েছেন উত্তরাখণ্ডে ভারত-চিন সীমান্তের কাছে। ইন্দো-টিবেটিয়ান বর্ডার ফোর্স বা ITBP জওয়ানদের সঙ্গে আলোর উৎসবের আনন্দ ভাগ করে নেন মোদি। তারপর সিয়াচেন হিমবাহ ও পাঞ্জাব সীমান্তেও জওয়ানদের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলেন প্রধানমন্ত্রী।
दीपावली के पावन पर्व पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं। #HappyDiwali to everyone! pic.twitter.com/pFQe9rYrSg
— Narendra Modi (@narendramodi) October 19, 2017
বৃহস্পতিবার টুইটারে নিজের স্বাক্ষর সম্বলিত একটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী হিন্দিতে সমস্ত দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। পরিবেশবান্ধব দীপাবলি কাটানোর উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও একটি ভিডিওর মাধ্যমে বার্তা দিয়েছেন, এবারের দীপাবলিতে দেশের জওয়ানদের জন্য অন্তত একটি করে প্রদীপ জ্বালানো হোক। রাজনাথ সিং দেশবাসীর কাছে আবেদন জানান, নিজ নিজ বাড়িতেই প্রদীপ জ্বালান দেশের সেনাবাহিনীর সদস্যদের জন্য। সেনা-জওয়ানদের নামে আলোকিত করুন নিজের ঘর-বাড়ি বা চারপাশ। তাহলে অন্তত জওয়ানরা বুঝতে পারবেন, বহু দূরে থাকলেও তাঁদের কথা কেউ না কেউ ভাবছেন।
सभी देशवासियों को दीवाली की शुभकामनाएं। दूसरों के प्रति संवेदना और पर्यावरण के प्रति सजगता के साथ हम दीपोत्सव मनाएं — राष्ट्रपति कोविन्द
— President of India (@rashtrapatibhvn) October 19, 2017
#WATCH: PM Narendra Modi celebrate #Diwali with jawans in Gurez Valley, near LoC, in J&K pic.twitter.com/gu2HxLRtq0
— ANI (@ANI) October 19, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.