Advertisement
Advertisement
PM Modi

‘এক ইঞ্চি জমিও ছাড়ব না’, সেনার সঙ্গে দীপাবলি উদযাপনের পর চিন-পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

নিজে হাতে জওয়ানদের মিষ্টিমুখ করান প্রধানমন্ত্রী।

PM Modi celebrates Diwali 2024 with army, warns others
Published by: Anwesha Adhikary
  • Posted:October 31, 2024 8:11 pm
  • Updated:October 31, 2024 8:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ইঞ্চিও জমি ছাড়বে না বিজেপি সরকার। সেনার সঙ্গে দীপাবলি পালন করতে গিয়ে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে জানালেন, বিশ্বের সবচেয়ে আধুনিক বাহিনীর মধ্যে অন্যতম হিসাবে গড়ে তোলা হচ্ছে ভার‍তীয় সেনাকে। গোটা দুনিয়া সেনাবাহিনিকে দেখেই বুঝতে পারে ভার‍ত আসলে কতখানি শক্তিশালী।

প্রত্যেক বছরেই সেনার সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী। সেই প্রথার অন্যথা হয়নি এবারও। নিজের রাজ্য গুজরাটের কচ্ছের বিএসএফ ঘাঁটিতে গিয়ে আলোর উৎসবে মেতে ওঠেন প্রধানমন্ত্রী। নিজে হাতে জওয়ানদের মিষ্টিমুখও করান। শুভ উৎসবের দিনই অশুভ শক্তিকে হুঁশিয়ারি দিতে ভোলেননি মোদি। বিএসএফ ঘাঁটি থেকে প্রধানমন্ত্রীর হুঙ্কার, “এক স্থল সেনা, নৌসেনা বা বায়ুসেনাকে দেখলে মনে হয় একশো এগারোর সমান শক্তিশালী আমাদের ভারত।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “গোটা বিশ্ব যখন ভারতের সেনার দিকে তাকায়, তারা বুঝতে পারে ভারতের শক্তি কতখানি। বিশেষ করে আমাদের শত্রুরা যখন সেনাবাহিনির দিকে নজর দেয়, সেই দেখেই শত্রুদের বিষাক্ত ষড়যন্ত্র একেবারে নিঃশেষ হয়ে যায়। নিজের সীমান্ত থেকে এক ইঞ্চি জমিও ছাড়বে না ভার‍ত।” প্রধানমন্ত্রীর কথাতেই স্পষ্ট, পাকিস্তান-চিনের আগ্রাসী নীতিকেই পালটা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রত্যেক বছরই সেনার সঙ্গে দীপাবলি পালন করেন মোদি। প্রথম বছরেই কাশ্মীরে সিয়াচেনে গিয়েছিলেন তিনি। তার পরে চারবার জম্মু ও কাশ্মীরে দীপাবলি পালন করেছেন মোদি। তবে গুজরাটে গিয়ে সেনার সঙ্গে মোদির দীপাবলি পালন এই প্রথমবার। 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement