সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০৪ বছরের বৃদ্ধা কুনওয়ার বাঈকে মঞ্চে ডেকে এনে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভিডিও এদিন ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করা হয়েছে বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। যদিও ভিডিওটি বেশ পুরনো। কিন্তু উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ভিডিওটি নতুন করে এক থেকে আরেক প্রোফাইলে ছড়াচ্ছে। কী রয়েছে ওই ভিডিও-য়? কেনই বা ১০৫ বছরের কুনওয়ার বাঈকে প্রণাম করেন মোদি?
ছত্তিশগড়ের বাসিন্দা কুনওয়ার বাঈ৷ নিজের পোষা প্রায় গোটা দশেক ছাগল বিক্রি করে দিয়েছিলেন তিনি৷ লক্ষ্য ছিল শৌচাগার বানানো৷ নিজের ঘরে দুটি শৌচাগার বানিয়েছিলেন৷ শুধু এ কাজ করেই ক্ষান্ত হননি, গ্রামের সকলকে সেই শৌচাগার দেখিয়ে পরিবেশ স্বচ্ছ রাখতে উদ্বুদ্ধ করেছিলেন৷ বাড়িতে শৌচাগার থাকার গুরুত্ব বুঝিয়েছিলেন সকলকে৷ ১০৪ বছরের বৃদ্ধার এই প্রয়াসকে সম্মান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ ছত্তিশগড়ে এক সম্মেলন চলাকালীন তাঁকে সংবর্ধনা দিয়ে প্রণাম করেছিলেন৷ সেই ভিডিও-ই এদিন ফের ভাইরাল হয়ে উঠেছে৷
স্বচ্ছতা নিয়ে লাগাতার প্রচারের মধ্যেও যখন দিকে দিকে নিয়মভঙ্গের ছড়াছড়ি, তখন এই বৃদ্ধাই যেন সকলের চোখ খুলে দিয়েছেন৷ সদিচ্ছার কাছে দারিদ্র যে প্রতিবন্ধক নয়, সারা দেশের কাছে সেই নমুনা তুলে ধরেছিলেন৷ এ আসলে ভাবনার স্বচ্ছতা৷ আর তাই স্বচ্ছ ভারতের ‘ম্যাসকট’ হওয়ার তিনিই যোগ্যতম মানুষ, এ নিয়ে যেন কোনও দ্বিধাই নেই৷ স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে তিনি যে ভূমিকা নিয়েছিলেন সারা দেশের কাছে তা স্মরণীয়৷ নিজের পোষ্য বিক্রি করে শৌচাগার তৈরি করেছিলেন ১০৪ বছরের কুনওয়ার বাঈ৷ ‘স্বচ্ছ ভারত’ অভিযানের ম্যাসকট হিসেবেও তাঁকেই বেছে নেওয়া হয়৷
দেখুন সেই ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.