সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে করার প্রস্তাব উসকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন লোকসভা এবং রাজ্যসভার ভোট একসঙ্গে করার প্রস্তাবে ভাল সাড়া মিলছে।
ক্ষমতায় আসার আগে থেকেই নির্বাচনী সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে আসছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি, সেই লক্ষ্যে পদক্ষেপও করেছেন তিনি। ইতিমধ্যেই লোকসভা এবং রাজ্যগুলির বিধানসভা নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব এসেছে বিজেপির তরফে। বিরোধীদের তরফে, অবশ্য মিশ্র প্রতিক্রিয়া এসেছে একসঙ্গে ভোট করার প্রস্তাবে। সমাজবাদী পার্টির মতো দল যেখানে বিজেপির প্রস্তাবকে সমর্থন করছে, কংগ্রেস-সহ অন্য বিরোধীরা তেমনি এই প্রস্তাবের পক্ষে নেই। তাদের দাবি, একসঙ্গে ভোট হলে অতিরিক্ত সুবিধা পেয়ে যাবে বিজেপি। তাছাড়া সংবিধান পরিবর্তন না করে একসঙ্গে ভোট করানো সম্ভবও নয়। যদিও বিজেপি সূত্রের খবর, আগামী বছরের শুরুর দিকে একসঙ্গে অন্তত ১২ টি রাজ্য ও লোকসভা ভোট করানোর কথা ভাবছে কেন্দ্র সরকার। বিজেপি সূত্রের দাবি, একসঙ্গে এই ১২ টি রাজ্যে ভোট হলে সাংবিধানিক পরিবর্তনও করার দরকার নেই। যদিও, মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত আগেই জানিয়েছেন এখনই একসঙ্গে ভোট করানো সম্ভব নয় কমিশনের পক্ষে। এরই মধ্যে মন কি বাতে তাৎপর্যপূর্ণভাবে এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করলেন খোদ প্রধানমন্ত্রী। অনেকে মনে করছেন, প্রধানমন্ত্রীর কথাতেই ইঙ্গিত মিলছে, আগামী বছরের লোকসভা ভোট এগিয়ে আনা হতে পারে। যদিও, নির্বাচন কমিশন তাঁর জন্য পুরোপুরি প্রস্তুত নয়।
এছাড়াও মন কি বাতে রবিবার একাধিক বিষয়ে আলোকপাত করেন মোদি। তিনি বলেন, তিন তালাক বিল লোকসভায় পাশ হয়ে গিয়েছে। রাজ্যসভায় তা এখনও পাশ করানো সম্ভব না হলেও, গোটা দেশ মুসলিম মহিলাদের সঙ্গেই আছে। তিনি মুসলিম মহিলাদের অধিকার নিশ্চিত করতে যান। কেরলের বন্যা প্রসঙ্গে মোদি বলেন, প্রাকৃতিক দুর্যোগ দেখিয়ে দিল ভারত বিপদের সময় ঐক্যবদ্ধ থাকতে জানে। কেরলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে গোটা দেশ। দেশবাসীকে রাখী বন্ধন এবং এশিয়ান গেমসে পদকজয়ী অ্যাথলিটদেরও শুভেচ্ছা জানান মোদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.