Advertisement
Advertisement
PM Modi

‘আত্মঘাতী টিম’, ফাইনালের দিন ক্রিকেট টেনে কংগ্রেসকে খোঁচা মোদির

রাজনীতিতেও ক্রিকেট।

PM Modi attacks Rajasthan Congress with a World Cup twist | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 19, 2023 8:35 pm
  • Updated:November 19, 2023 8:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের বিশ্বকাপের ফাইনাল দেখতে উপস্থিত থাকার কথা তাঁর। তার ঠিক আগে বিশ্বকাপ প্রসঙ্গ তুলেই কংগ্রেসকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মোদি বললেন, কংগ্রেস সেই আত্মঘাতী দল, যাঁদের ব্যাটাররা একে অপরকে রান আউট করতে ব্যস্ত।

আহমেদাবাদের উদ্দেশে রওনা দেওয়ার আগে রাজস্থানে একটি নির্বাচনী জনসভায় সেরাজ্যের কংগ্রেস সরকারকে তুলোধোনা করেন মোদি। প্রধানমন্ত্রী বলেন,”এ রাজ্যে কংগ্রেস (Congress) হল সেই ক্রিকেট টিমের মতো যাদের ব্যাটাররা পাঁচ বছর একে অপরকে রান আউট করার চেষ্টায় মেতে ছিল। একজন আর একজনকে ফাঁদে ফেলার চেষ্টা করতে ব্যস্ত ছিল।” রাজস্থানের চারুর জনসভায় মোদি এদিন বললেন,”কংগ্রেস এবং উন্নয়ন একে অপরের শত্রু। ঠিক যেমন কংগ্রেস এবং সুশাসন একে অপরের শত্রু।”

Advertisement

[আরও পড়ুন: শিয়রে বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন, শহর থেকে প‌্যান্ডেলের বাঁশ খোলার ডেডলাইন দিল পুরসভা]

আসলে রাজস্থান কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কারও অজানা নয়। সেরাজ্যের দুই প্রভাবশালী কংগ্রেস নেতা শচীন পাইলট এবং অশোক গেহলট (Ashok Gehlot) দলে নিজেদের প্রতিপত্তি বাড়াতে গত পাঁচ বছর ধরে একে অপরকে সবসময় কোণঠাসা করার চেষ্টা করে গিয়েছেন। মোদি এদিন নাম না নিলেও কংগ্রেসের সেই দুই শীর্ষনেতার দিকেই যে ইঙ্গিত করেছেন তাতে সন্দেহ নেই। আসলে কংগ্রেসের অন্দরে যে মিল নেই, সেটা বারবার তুলে ধরার চেষ্টা করছে বিজেপি।

[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ, মদ-মাদক-বাজি-বহিরাগতে নিষেধাজ্ঞা]

যদিও কংগ্রেসের দাবি দলে কোনও বিবাদ নেই। শচীন পাইলট রবিবারও দাবি করেছেন, তিনি এবং অশোক গেহলট একে অপরকে সম্মান করেন। তাঁদের মধ্যে কোনও বিবাদ নেই। মুখ্যমন্ত্রী কে হবেন, সেটা ঠিক হবে ভোটে জেতার পর। যদিও রাজনৈতিক মহল মনে করছে, গেহলট দলকে ক্ষমতায় ফেরাতে যতটা আন্তরিক, ততটা পাইলট (Sachin Pilot) নন। কারণ তিনি জানেন, দল জিতলেও তাঁর মুখ্যমন্ত্রী হওয়া হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement