সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২-এর লক্ষ্য মহাকাশ৷ মহাকাশে পাড়ি দেবেন ভারতীয়রা৷ ভারতের কোনও মহাকাশচারী দেশের পতাকা নিয়ে মহাকাশে পৌঁছাবেন৷ লালকেল্লায় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণে এমনই সুখবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতীয় বিজ্ঞানীদের প্রশংসাও করেন তিনি৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘দেশবাসীকে একটা সুখবর দিতে চাই৷ ভারত মহাকাশ গবেষণায় ইতিমধ্যেই অনেক উন্নতি করেছে৷ মহাকাশে পাড়ি দেওয়ার ক্ষেত্রে ভারত আশাবাদী৷ আমাদের বিজ্ঞানীরা একটি স্বপ্ন দেখেছেন৷ ২০২২ সালের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে৷ ওই বছরই আমরা মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছি৷ আমাদের কোন ছেলে বা মেয়ে মহাকাশে যাবে৷ সেখানেই ওড়াবে জাতীয় পতাকা৷ তিনি আরও বলেন, ‘‘ইসরো মহাকাশে সবচেয়ে বিশালাকার রকেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৷ জিএসএলভি এমকে ৩ নামে ওই রকেটটি শ্রীহরিকোটা থেকে আগামী কয়েক বছরের মধ্যেই মহাকাশে পাড়ি দেবে৷’’ এই রকেটটি মহাকাশে পাঠানোর জন্য নয় হাজার কোটি টাকা বরাদ্দও করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী৷ ইতিমধ্যেই ১৭৩ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে৷ তিনি বলেন, ‘‘আগামী ৪০ মাসের মধ্যেই আমাদের এই আশাপূরণ হবে বলেই মনে করা হচ্ছে৷’’ ২০০৮ সাল থেকে মহাকাশ গবেষণায় আরও এগিয়ে গিয়েছে ভারত৷ এদিন ভারতীয় বিজ্ঞানীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, ভারতীয় বিজ্ঞানীরা দেশকে গর্বিত করেছেন৷ ১০০টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছেন তাঁরা৷ চন্দ্র অভিযানেও সাফল্য মিলেছে৷’’
India is proud of our scientists, who are excelling in their research and are at the forefront of innovation. In the year 2022 or if possible before, India will unfurl the tricolour in space: PM Narendra Modi #IndiaIndependenceDay pic.twitter.com/MwvBXmUY8x
— ANI (@ANI) August 15, 2018
২০১৯-র লোকসভা নির্বাচনের আগে লালকেল্লায় এটাই ছিল মোদির শেষ বক্তৃতা৷ স্বাভাবিকভাবেই তাই জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর এ দিনের বক্তৃতায় নজর ছিল মূলত দুটি বিষয়ে। তাঁর সরকারের গত সাড়ে চার বছরের সাফল্য আরও একবার দেশের মানুষকে মনে করিয়ে দেওয়া ও সেই সঙ্গে স্বাভিমান, জাতীয়তাবোধকে উসকে দেওয়া। দ্বিতীয়ত, কেন্দ্রে এর আগে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সঙ্গে বর্তমান সরকারের ফারাক তুলে ধরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.