প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন সরকার গড়ার পরে প্রথম একশো দিনে কীভাবে কাজ হবে? মন্ত্রীদের সেই পরিকল্পনা করতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুধু তাই নয়, আগামী পাঁচ বছরের রোডম্যাপ তৈরি করতে হবে মন্ত্রীদের। সরকারি নীতিগুলো কীভাবে বাস্তবায়িত করা যায় সেই নিয়ে মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মোদি।
শনিবার লোকসভা ভোটের (Lok Sabha 2024) দামামা বেজে গিয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। পরের দিনই ক্যাবিনেট বৈঠকে বসেন মোদি। মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। প্রথমেই মোদির তরফে মন্ত্রীদের নির্দেশ, মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দুটি রোডম্যাপ বানাতে হবে। প্রথম একশো দিনের জন্য একটি পরিকল্পনা করার পাশাপাশি বানাতে হবে দীর্ঘমেয়াদি রোডম্যাপও।
টানা তৃতীয়বারের জন্য সরকার গড়া নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। তাই পরবর্তী পাঁচ বছরের সরকারের কাজ কীভাবে এগোবে, নির্বাচনের আগেই সেটা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে মোদি সরকার। মন্ত্রীসভার বৈঠকে মোদি বলেছেন, আগামী পাঁচ বছরে সরকারি নীতিগুলো কীভাবে কার্যকর করা যায় সেই নিয়ে প্রত্যেক মন্ত্রী তাঁদের মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। তার পরে প্রত্যেক মন্ত্রীকে একটি রোডম্যাপ তৈরি করতে হবে। পাঁচ বছরে কীভাবে কাজ করবে তাঁদের মন্ত্রক, সেই বিষয়টিই বিস্তারিত তুলে ধরা হবে এই রোডম্যাপে।
জোড়া রোডম্যাপের নির্দেশের পাশাপাশি এদিন নির্বাচনের নির্ঘণ্টও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর কাছে পাঠিয়েছে মন্ত্রীসভা। আগামী ২০ মার্চ লোকসভা নির্বাচনের প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। ইতিমধ্যেই জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী। রবিবার অন্ধ্রপ্রদেশে এনডিএর জনসভায় যোগ দেন। সেখানে মোদির ভাষণ শুনতে বিদ্যুতের টাওয়ারে উঠে পড়েন একদল ব্যক্তি। তাঁদের নেমে আসতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.