Advertisement
Advertisement
NDA

‘বিরোধীরা উস্কালেও বিতর্কে পা দেবেন না’, NDA সাংসদদের ‘বিজয়মন্ত্র’ দিলেন মোদি

বিভিন্ন রাজ্যের ৪৫-এরও বেশি এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠক মোদির।

PM Modi aska NDA MP's to be careful about their public statements। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 3, 2023 6:04 pm
  • Updated:August 3, 2023 6:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) আর ১ বছরও বাকি নেই। ইতিমধ্যেই কেন্দ্রের বিরোধিতায় ঝড় তুলেছে বিরোধী INDIA জোট। এই পরিস্থিতিতে দলীয় সাংসদদের ‘বিজয়মন্ত্র’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। যার মধ্যে অন্যতম মন্ত্র, বিরোধীদের ‘প্ররোচনা’ উপেক্ষা করে ‘বিতর্কিত বিষয় ও মন্তব্য’ থেকে দূরে থাকা।

বুধবার বিভিন্ন রাজ্যের ৪৫-এরও বেশি এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠক করেন মোদি। আর সেই বৈঠকে সকলকে দরিদ্রদের জন্য কাজ করার বার্তা দেন তিনি। আর সেই সঙ্গেই বলেন, ”বিরোধীরা উস্কানি দেবে। কিন্তু আপনারা নিজেদের ভাষণে খেয়াল রাখবেন, যেন কোনও বিতর্কের সম্ভাবনা তৈরি হয়।”

Advertisement

[আরও পড়ুন: নৃশংস! রাজস্থানে কিশোরীকে গণধর্ষণের পর খুন! ইটভাটায় মিলল পোড়া দেহাংশ]

প্রসঙ্গত, গত ৩১ জুলাই থেকে শুরু হয়েছে এনডিএ নেতাদের সঙ্গে মোদির বৈঠক। আগামী ১০ আগস্ট পর্যন্ত বিভিন্ন দফায় সাংসদদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। আগামী লোকসভা নির্বাচনের আগে জোটের সমস্ত সাংসদদের উদ্দীপ্ত করতেই এই পরিকল্পনা।

এদিকে ‘ইন্ডিয়া’ জোটের নাম নিয়েও বেকায়দায় গেরুয়া শিবির। তাই বিরোধীদের সমালোচনা করতে গিয়ে ‘ইন্ডিয়া’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রধানমন্ত্রী। সোমবার রাতে বঙ্গ বিজেপি (BJP) সাংসদদের সঙ্গে বৈঠকে মোদির নির্দেশ, ‘ইন্ডিয়া’ নয়, বলুন আইএনডিআইএ জোট।

[আরও পড়ুন: ২৮% জিএসটির আওতায় অনলাইন গেম, ঘোষণা নির্মলার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement