Advertisement
Advertisement
PM Modi

নেপাল বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মোদির, দেহ ফেরাবে বায়ুসেনা

নেপালের বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪১ জনের দেহ উদ্ধার হয়েছে।

PM Modi Announces 2 Lakh Rupees Compensation For Nepal Bus Accident Victims
Published by: Amit Kumar Das
  • Posted:August 24, 2024 6:49 pm
  • Updated:August 24, 2024 6:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালে ভারতীয় পর্যটকবোঝাই বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১ জনের। এই দুর্ঘটনার মৃতদের বেশিরভাগ মহারাষ্ট্রের বাসিন্দা। ভয়াবহ সেই ঘটনায় এবার মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করল সরকার। শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার, পাশাপাশি আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

৫৯ জন যাত্রী-সহ শুক্রবার পোখরা থেকে কাঠমাণ্ডু যাচ্ছিল বাসটি। পথে তানাহুন জেলার নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ ফুট নিচে মারসিংডি নদীতে পড়ে যায় সেটি। ভয়াবহ সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪১ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। আহত ১২ জনকে বিমানে উড়িয়ে এনে ভর্তি করা হয় কাঠমাণ্ডু হাসপাতালে। মর্মান্তিক সেই দুর্ঘটনায় সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শোক প্রকাশ করেছিলেন খোদ প্রধানমন্ত্রীও। শনিবার সেই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে অর্থসাহায্যের ঘোষণা করল প্রধানমন্ত্রীর দপ্তর।

Advertisement

[আরও পড়ুন: ফিরে পাবেন হারা-ধন, Rail Madad-তে মুস্কিল আসান]

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে শনিবার এক্স হ্যান্ডেলে এ বিষয়ে জানানো হয়েছে, নেপালের তানাহুন জেলায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে অর্থসাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

এর পাশাপাশি জানা গিয়েছে অভিশপ্ত ওই বাসে অধিকাংশ যাত্রীই ছিলেন মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা। ইতিমধ্যেই নিহতদের দেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে সরকারের তরফে। জানা যাচ্ছে, ভারতীয় বায়ুসেনা দেহগুলি কপ্টারে উড়িয়ে আনবে। দেহগুলি প্রথমে মহারাষ্ট্রের নাসিকে নিয়ে আসা হবে। সেখান থেকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে দেহ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement