Advertisement
Advertisement

Breaking News

দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস, লালকেল্লায় ভাষণ প্রধানমন্ত্রীর

সার্জিক্যাল স্ট্রাইক করার সাহস রাখি, বললেন মোদি।

PM Modi addresses nation on Independence Day
Published by: Monishankar Choudhury
  • Posted:August 15, 2018 8:33 am
  • Updated:August 15, 2018 2:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭২তম স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলনের পর এদিন লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী মোদি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ঐতিহাসিক লালকেল্লা থেকেই সরকারের কাজের খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী।

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির থেকেও গুরুত্বপূর্ণ নীতি। মজবুত নীতি নিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ায়ই সরকারের লক্ষ্য। সরকারের চেষ্টা, ভারত বিশ্বে নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠুক। এখন ইন্ডিয়া মানেই রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম। লালকেল্লা থেকে যথারীতি সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মোদি বলেন, আজ বিশ্বের মধ্যে অন্যতম মজবুত অর্থনীতি ভারতের। লগ্নিকারীরা ভারতে ব্যবসা বাড়াতে আগ্রহী। গত চার বছরে আমূল পালটেছে দেশের ছবি। আজ মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে অনেকটা এগিয়ে ভারত। ২০২২-এর মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে দেশ। এদিন নোট বাতিলের সমর্থনেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, দেশবাসী নোট বাতিলের প্রয়োজনীয়তার কথা বুঝতে পারছেন। সরকারের সমস্ত সিদ্ধান্তই সাধারণ মানুষ ও কৃষকদের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে।

এদিন ফের পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার দেন মোদি। তিনি বলেন, ভারত দুর্বল নয়। আমাদের সার্জিক্যাল স্ট্রাইক করার সাহস ও ক্ষমতা দুটোই রয়েছে। এদিন জালিয়ানওয়ালা বাগ কাণ্ডের শহিদদের স্মরণ করেন মোদি। দেশের সীমা সুরক্ষিত রাখায় সেনাবাহিনীরও প্রশংসা করেন তিনি। লালকেল্লা থেকেই পরোক্ষে ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রচারের সূচনা করেন প্রধানমন্ত্রী। নাম না করেই কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মোদি। তিনি বলেন, স্বাধীনতার পর কয়েক দশক পার হয়ে গেলেও অনেক এলাকাতেই বিদ্যুৎ ছিল না। মাত্র চার বছরে সেই সমস্যার সমাধান করেছে তাঁর সরকার। মুখে কৃষকদের কথা বললেও, কেউই নির্দিষ্ট নীতি গ্রহণ করেনি। ক্ষমতায় আসার পর তাঁর সরকারই কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করে।

এদিকে স্বাধীনতা দিবসকে নজরে রেখে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। রাজধানীর আশপাশে ৩০ কিলোমিটার পর্যন্ত ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। ওই এলাকায় সমস্ত ধরনের বিমান, হেলিকপ্টার ও ড্রোনের উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লালকেল্লা ও ১০ জনপথের চারপাশে মোতায়েন রয়েছে ‘এনএসজি’র শার্পশুটার কমান্ডোরা। ঐতিহাসিক লালকেল্লায় মোতায়েন প্রায় ৬ হাজার নিরাপত্তারক্ষী। এছাড়াও শহরে রয়েছে আরও ৫ হাজার নিরাপত্তারক্ষী। পাশাপাশি দিল্লির আকাশে নজরদারি চালাতে থাকছে অত্যাধুনিক রাডার। আকাশপথে হামলাকারীর মোকাবিলায় থাকবে বায়ুসেনার যুদ্ধবিমান। মাটিতে থাকবে ‘মিসাইল ডিফেন্স সিস্টেম”।

[বানচাল নাশকতার ছক, বাংলাদেশে গ্রেপ্তার ৪ জেএমবি জেহাদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement