সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ইনভেস্ট ইন্ডিয়া সামিটে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্ষিক এই বাণিজ্যিক সম্মেলনে দেশে বেসরকারি লগ্নিকারীদের বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সুষ্ঠু বাণিজ্যিক পরিবেশ তৈরি করতে শ্রমিক আইনে পরিবর্তন এবে লালফিতের জট কাটানোর বিষয়টিও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী।
India has ensured reforms in the field of labour and agriculture. They ensure greater participation of the private sector while strengthening the government’s safety nets. These reforms will lead to a win-win situation for entrepreneurs as well as hard-working people: PM Modi pic.twitter.com/VZaqgFufIt
— ANI (@ANI) October 8, 2020
এদিন প্রধানমন্ত্রী বলেন, “শ্রম ও কৃষিক্ষেত্রে নয়া আইনি পরিবর্তনে শ্রমিক ও মালিক উভয়পক্ষই লাভবান হবেন। নয়া নিয়মে বেশ কিছু লেবার কোড বাতিল হয়ে যাওয়ায় দেশে বাণিজ্য করা আরও সহজ হয়ে গিয়েছে। কোম্পানিস অ্যাক্ট-এর আওতায় বেশ কিছু অবমাননার ক্ষেত্রে তা অপরাধ বলে গণ্য করা হবে না। এর ফলে লগ্নিকারীদের বিশেষ সুবিধা হবে। আমরা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছি। নয়া ট্যাক্স পরিকাঠামোর জন্য লগ্নিকারীরা বিনিয়োগের ক্ষেত্রে আরও উৎসাহী হয়ে উঠবেন।”
Today, India is undergoing a rapid change in mindsets as well as markets. Today, India has embarked on a journey of deregulation and decriminalisation of various offences under the companies act: PM Narendra Modi pic.twitter.com/gFvL7vlCmI
— ANI (@ANI) October 8, 2020
করোনা মহামারী নিয়ে সামিটে প্রধানমন্ত্রী বলেন, “করোনা পরবর্তী বিশ্বে উৎপাদন, জোগান ও পিপিই সংক্রান্ত নানা সমস্যা উঠে এসেছে। কিন্তু সেই সমস্যাগুলিকে বিপর্যয়ের রূপ ধরতে দেয়নি ভারত। এই সমস্যার সমাধান খুঁজে বের করে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।”
In post-COVID world, you will often hear of various kinds of problems — of manufacturing, of supply chains, of PPE, etc. However, India has not let those problems be. We showed resilience and emerged as a land of solutions: PM Narendra Modi at Annual Invest India Conference pic.twitter.com/1Xub2Myj9l
— ANI (@ANI) October 8, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.