Advertisement
Advertisement

Breaking News

মায়াবতী-মুলায়ম নিজেদের মতো লুঠ করেছে রাজ্যকে, কটাক্ষ মোদির

মুলায়ম ও মায়াবতীর ক্ষমতার খেলায় উত্তরপ্রদেশের যে বিকাশ হওয়া সম্ভব ছিল তা হয়নি বলেও অভিযোগ করেন মোদি৷

PM Modi accuses that SP & BSP both loot in their own turns
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2016 3:29 pm
  • Updated:January 13, 2020 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদব সংসারে ঘোর অশান্তি৷ মায়াবতীর ক্ষমতায় ফেরার জল্পনা তুঙ্গে৷ ঠিক এই পরিস্থিতিতেই এক ঢিলে দুই পাখি মেরে উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদি৷ মুলায়ম ও মায়াবতীকে কটাক্ষ করে তিনি জানালেন, এসপি ও বিএসপি এই রাজ্যকে লুঠ করেছে৷ ক্ষমতার খেলা ছাড়া এ আর কিছুই নয়৷

সমাজবাদী পার্টির ঘরের কোন্দলে যখন উত্তপ্ত উত্তরপ্রদেশ তখন এই পরিস্থিতিকে পুরোমাত্রায় কাজে লাগালেন মোদি৷ এদিন মাহোবার এক জনসভায় দুই দলকেই বিঁধলেন নমো৷ জানালেন, উত্তরপ্রদেশের মাটিতে সোনা ফলতে পারত৷ কিন্তু এখানকার কৃষকরা জল পান না৷ জলের বিকল্প ব্যবস্থা করা হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ গুজরাতে বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থার নুমনা তুলে ধরে এ রাজ্যের প্রশাসনিক ব্যর্থতার প্রতি ইঙ্গিত করেন তিনি৷ আর এরপরই এসপি ও বিএসপি-র উদ্দেশ্যে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান মোদি৷ জানান, দুই দলই ক্ষমতার খেলায় মত্ত৷ যখন যে ক্ষমতায় আসে সে রাজ্যকে লুঠ করে চলেছে৷ বিরোধী দল তার প্রতিবাদ করে, কিন্তু আবার ক্ষমতায় এলে সেও একই রকম ব্যবহার করে৷ ক্ষমতার এই ‘ফাঁদ’ থেকে মুক্তি পেতে গেলে জনগণকে এসপি ও বিএসপির বাইরে বেরিয়ে আসতে হবে বলেও জানান তিনি৷ মুলায়ম ও মায়াবতীর ক্ষমতার খেলায় উত্তরপ্রদেশের যে বিকাশ হওয়া সম্ভব ছিল তা হয়নি বলেও অভিযোগ করেন মোদি৷

Advertisement

নির্বাচনের আগে ঘরোয়া কোন্দল পায়ের তলার মাটি প্রায় কেড়ে নিয়েছে সমাজবাদী পার্টির৷ ফলে উজ্জ্বল হয়েছে মায়াবতীর ক্ষমতায় ফেরার সম্ভাবনা৷ কিন্তু এই টালমাটাল পরিস্থিতিকে কাজে লাগাতে মরিয়া বিজেপি৷ বিশেষত এই মুহূর্তে দেশ জুড়ে যে জাতীয়তাবাদের হাওয়া বইছে তা নিজেদের পালে টানতে এদিনও বক্তৃতায় সেনার প্রসঙ্গ আনেন মোদি৷ বলেন, এবারের দীপাবলিতে সেনাকে যেন শুভেচ্ছাবার্তা পাঠায় সাধারণ মানুষ৷ ঘরোয়া কোন্দল, ক্ষমতার হস্তান্তরের ফাঁদকে জাতীয়তাবোধের হাওয়ায় উড়িয়ে দিয়েই উত্তরপ্রদেশের নির্বাচনী বৈতরণি যে পেরতে চায় বিজেপি, এদিন মোদির কথায় সে ইঙ্গিতই স্পষ্ট হল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement