সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের কৃষি ব্যবস্থার আরও আধুনিকীকরণই লক্ষ্য। ১০০ কিষাণ ড্রোনের (kisan drones) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মূলত কৃষিজমির উপরে কীটনাশক ও নানা ধরনের সামগ্রী ছেটাতেই এই ড্রোন ব্যবহৃত হবে। এদিন মোদি জানিয়েছেন, ড্রোন সেক্টরে আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে ভারতই। সেই লক্ষ্যেই নয়া পদক্ষেপ কেন্দ্রের।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জানিয়েছেন, ড্রোন স্টার্ট আপ দেশে ক্রমশই এক নতুন সংস্কৃতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই ড্রোনের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। শিগগিরি তা হাজার ছাড়িয়ে যাবে। এর ফলে আগামী দিনে এই ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।
মোদির মতে, ড্রোন শব্দটি শুনলেই অনেকে মনে করেন এটির সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে কোনও না কোনও যোগ রয়েছে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে কেবল ওই ক্ষেত্রেই আবদ্ধ নেই ড্রোনের ব্যবহার। একবিংশ শতাব্দীতে ড্রোনের ব্যবহার কৃষি ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে বলে দাবি প্রধানমন্ত্রীর।
তিনি জানিয়েছেন, তাঁর সরকার ড্রোন সেক্টরে নতুন দিগন্ত খুলতে সময় নষ্ট করেনি। বরং দেশের তরুণ প্রজন্মকে বিশ্বাস করে এক নতুন সম্ভাবনার দরজা খুলে ফেলতে তাঁরা এগিয়ে গিয়েছেন। তাঁর কথায়, ”আমার সরকার বাজেট ও নীতিগত পদক্ষেপে প্রযুক্তি ও উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়েছে।”
মোদি জানান, আগামী দু’বছরের মধ্যে দেশীয় প্রযুক্তিতে এক লক্ষ ড্রোন তৈরি করতে চাইছে ভারত। পাশাপাশি ‘স্বামীত্ব যোজনা’র কথাও তুলে ধরেন তিনি। গ্রামের চাষিদের মধ্যে জমির মালিকানা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ওষুধ, টিকা ও পণ্য পরিবহণের লক্ষ্যে চালকহীন যান ব্যবহারের লক্ষ্য সম্পর্কে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, এবারের বাজেটে কৃষিক্ষেত্রের আধুনিকীকরণের উপরে জোর দিয়েছে কেন্দ্র। এবার ড্রোনের মাধ্যমে সেই লক্ষ্যেই এগিয়ে যাওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.