সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে শনিবার ভারচুয়ালি বৈঠক সারলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। একমাসে দ্বিতীয়বার বৈঠকে বসলেন দু’জনে। এর আগে চলতি মাসেই দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন আদিত্যনাথ। এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গেও দেখা করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
যদিও জানা গিয়েছে, এদিন কোনও রাজনৈতিক আলোচনা নয়। বৈঠকে অযোধ্যার উন্নয়ন নিয়েই মূলত আলোচনা হয়েছে যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে অযোধ্যার বিতর্কিত জমিতে তৈরি হচ্ছে রামমন্দির। গত বছরই যার ভূমিপুজোতে উপস্থিত হয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। এরপরই অযোধ্যাকে ঘিরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করা হয়। তার মধ্যে শহরের রাস্তাঘাট উন্নয়ন, বাস পরিষেবা চালু, রেলস্টেশন-বিমানবন্দর তৈরি, শহরে উন্নত পানীয় জলের পরিষেবা এবং পুলিশ ব্যারাকগুলিকে নতুন করে তৈরির কথাও জানানো হয়েছিল। জানা গিয়েছে, এদিনের বৈঠকে এই সমস্ত কিছুর কাজ কতদূর এগিয়েছে, আরও কী কী পরিকল্পনা রয়েছে সেই সমস্ত কিছুই প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন আদিত্যনাথ।
সংবাদসংস্থা এএনআইয়ের পক্ষ থেকে সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “প্রত্যেক ভারতবাসীর মনে অযোধ্যার জন্য আলাদা জায়গা রয়েছে। দেশের সংস্কৃতি মেনে অযোধ্যার উন্নতিতে যেন কোনও খামতি না থাকে। পাশাপাশি এই উন্নয়নমূলক প্রকল্পগুলি থেকে যেন প্রত্যেক অযোধ্যবাসী লাভবান হয়। ধাপে ধাপে অযোধ্যার উন্নয়নের কাজ আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। ভগবান রামচন্দ্র যেমন প্রত্যেক মানুষকে একসঙ্গে নিয়ে চলতেন। অযোধ্যার উন্নয়নের কাজও আমাদের একসঙ্গে মিলেই করতে হবে।” প্রসঙ্গত, সামনের বছরই অযোধ্যা-সহ গোটা উত্তরপ্রদেশে ভোট। তাই ক্ষমতা ধরে রাখতে রাজ্যের উন্নয়নে বিশেষ নজর দিয়েছে যোগী প্রশাসন। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
PM described Ayodhya as city etched in cultural consciousness of every Indian, should manifest finest traditions&best developmental transformations. Human ethos of it must be matched by futuristic infrastructure,beneficial for all: Govt sources from Ayodhya Development plan meet pic.twitter.com/9dRRWq8g0Q
— ANI (@ANI) June 26, 2021
At the same time, momentum towards heralding Ayodhya to this next leap of progress but begin now. It is our collective endeavour to celebrate the identity of Ayodhya and keep its cultural vibrancy alive through innovative ways: Govt sources from Ayodhya Development plan meeting
— ANI (@ANI) June 26, 2021
PM said that the way Lord Ram had ability to bring people together, development works of Ayodhya should be guided by spirit of healthy public participation.He called for skills of talented youth to be leveraged in this development: Govt sources from Ayodhya Development plan meet
— ANI (@ANI) June 26, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.