সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় দশমীর দিন কেমন যেন যুদ্ধ যুদ্ধ পরিবেশ তৈরি হয়েছে দেশজুড়ে। আরএসএস প্রধান মোহন ভাগবত থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সবাই কথা বলতে গিয়ে চিনকে তোপ দেগেছেন। ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করে তারা যুদ্ধের জন্য প্রস্তুত বলে উল্লেখ করেছেন। এর ফলে জল্পনা তৈরি হয়েছে চারিদিকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া উত্তরপ্রদেশের বিজেপি সভাপতির একটি বক্তব্যের ভিডিও তা আরও উসকে দিল।
কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং (Swatantra Dev Singh)-কে বলতে শোনা যাচ্ছে, ‘রাম মন্দির তৈরি ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই ঠিক করেছিলেন। ঠিক তেমনি ভাবে পাকিস্তান ও চিনের সঙ্গে যুদ্ধের তারিখও তিনি ঠিক করে রেখেছেন। সেই অনুযায়ী কাজ হবে।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক সঞ্জয় যাদবের বাড়িতে গিয়েছিলেন রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সম্পর্কে এই মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির কর্মীদের সঙ্গে জঙ্গিদেরও তুলনা করেন। পরে এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে স্থানীয় সাংসদ রবীন্দ্র কুশওয়া জানান, দলীয় কর্মীদের উজ্জ্বীবিত করার জন্য এই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি।
এদিকে রবিবার চিনের বিরুদ্ধে তোপ দাগেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার দার্জিলিংয়ে সুকনায় ভারতীয় সেনার ৩৩ নম্বর কর্পসের সদর দপ্তরে ‘শস্ত্র পুজো’ করেন তিনি। তারপর দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘আমি বিশ্বাস করি দেশের এক ইঞ্চি জায়গা কাউকেই দখল করতে দেবে না ভারতীয় সেনাবাহিনী।’
বিজয় দশমীর অনুষ্ঠান থেকে চিনকে হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতও। ভারতীয় সেনার প্রতি তাঁর অগাধ আস্থা রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের অতি অবশ্যই প্রস্তুত হতে হবে। তবে ভারতীয় সেনাও চিনের দুঃসাহসিকতার উপযুক্ত জবাব দিয়েছে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.